ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুবলীগের চেয়ারম্যান নয়, কর্মী হিসেবে কাজ করতে চাই ॥ পরশ

প্রকাশিত: ১০:৩০, ২৮ নভেম্বর ২০১৯

 যুবলীগের চেয়ারম্যান নয়, কর্মী হিসেবে কাজ করতে  চাই ॥ পরশ

বিশেষ প্রতিনিধি ॥ যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আওয়ামী যুবলীগ আমার বাবার হাতে গড়া সংগঠন। আপনারা দীর্ঘদিন ধরে এই সংগঠনকে লালন-পালন করে আসছেন। এই সংগঠনে সুশৃঙ্খলা ফিরিয়ে আনা এখন আমার প্রধান কাজ। আপনাদের ভালবাসা পেয়ে আমি বিস্মিত, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি যুবলীগের চেয়ারম্যান হিসেবে নয়, কর্মী হিসেবে কাজ করতে চাই।’ বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ের যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মোঃ মাইনুল হোসেন খান নিখিল কেন্দ্রীয়, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিমিয় করেন। নতুন দায়িত্ব পাওয়ার পর বুধবারই ছিল তাদের দলীয় কার্যালয়ে প্রথম শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। অনুষ্ঠানে নবনির্বাচিত যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ফুলের শুভেচ্ছায় স্নাত হন। এদিকে নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন জনগণের ক্ষমতায়নকে এগিয়ে নেয়ার জন্য এবং বাংলাদেশের যুব সমাজের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবলীগ নেতৃবৃন্দকে নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সম্পাদককে সহযোগিতা করার আহ্বান জানান।
×