ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিচারকদের দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ১০:৩০, ২৮ নভেম্বর ২০১৯

 বিচারকদের দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগ নিতে  হবে ॥ রাষ্ট্রপতি

জনকণ্ঠ ডেস্ক ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিচারকদের উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন। বুধবার হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত নয়জন বিচারপতি বঙ্গভবনে সাক্ষাত করতে গেলে তিনি তাদের এ আহ্বান জানান। খবর বিডি নিউজের। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি বলেছেন, বিচার বিভাগ সাধারণ জনগণের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। বাংলাদেশে জনসংখ্যার তুলনায় বিচারকের সংখ্যা কম। প্রেস সচিব জানান, সাক্ষাতের সময় বিচারপতিরা বলেন, তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে পালনে সচেষ্ট থাকবেন। সাক্ষাত করতে যাওয়া নয় বিচারপতি হলেন- বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মোঃ জাকির হোসেন, বিচারপতি মোঃ আখতারুজ্জামান, বিচারপতি মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, বিচারপতি এ কে এম জহিরুল হক, বিচারপতি কাজী জিনাত হক। আইসিসি প্রতিনিধি দলকে সাক্ষাত ॥ ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) একটি প্রতিনিধি দল দেখা করেছে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আইসিসি প্রেসিডেন্ট মাহবুবুর রহমান। সাক্ষাতের সময় প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে আইসিসি বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে অবহিত করে।
×