ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত এসি রবিউলের মা

প্রকাশিত: ১০:২৬, ২৮ নভেম্বর ২০১৯

 রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত এসি রবিউলের মা

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২৭ নবেম্বর ॥ গুলশানে হলি আর্টিজানে হামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের মা করিমুন্নেসা বেগম। বুধবার দুপুরে রায় ঘোষণার পরে তিনি রায় নিয়ে সন্তোষ প্রকাশ করেন। রবিউলের মা জানান, দেশের জন্য যে ছেলে প্রাণ হারিয়েছে তাকে আর ফিরে পাওয়া সম্ভব না। তিনি এই দিনটির জন্যই অপেক্ষায় ছিলেন। এই রায় দ্রুত কার্যকর করার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীসহ আইনশৃঙ্খলা ও বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি জানান, ২০১২ সালে রবিউল তার নিজ উদ্যোগে গ্রামের ঝরে পড়া প্রতিবন্ধী শিশুদের পড়াশোনার জন্য ব্লুমস নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। তার মৃত্যুর পর রবিউলের কয়েকজন বন্ধু-বান্ধব মিলে কোন রকম স্কুলটি চালিয়ে যাচ্ছেন। সরকার যদি এই স্কুলটির দিকে বিশেষ নজর দিত হাতলে এই স্কুলের মাঝেই রবিউলের স্বপ্নটা বেঁচে থাকত। মা করিমুন্নেসা আরও জানান, তার ছেলেকে শহীদ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে কিন্তু তার কোন দালিলিক প্রমাণ নেই। সরকার যদি একটা সনদের ব্যবস্থা করে দিত তাহলে আরও ভাল হতো। ভবিষ্যতে রবিউলের সন্তানরা কোথাও গিয়ে দাঁড়াতে পারত। তিনি তার ছোট ছেলে (রবিউলের ভাই) এর জন্য একটি চাকরির দাবি জানান সরকারের কাছে।
×