ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হাওড়ে দারিদ্র্যের মূল কারণ অবিচার ও বৈষম্য ॥ পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ১০:২৫, ২৮ নভেম্বর ২০১৯

 হাওড়ে দারিদ্র্যের মূল কারণ অবিচার ও বৈষম্য ॥ পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ অবিচার ও বৈষম্য হাওড় অঞ্চলের দারিদ্র্যের মূল কারণ। হাওড় অঞ্চলের প্রকট দারিদ্র্য নির্মূল কোন একক কর্মসূচীর বিষয় নয়। এক্ষেত্রে সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করে যেতে হবে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি জাতীয় পর্যায়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘হাওড় উন্নয়নে সমন্বিত প্রয়াস’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচী (আইডিপি) এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্। ব্র্যাকের এ্যাডভোকেসি ফর সোস্যাল চেঞ্জ-এর পরিচালক কে এ এম মোর্শেদের সঞ্চালনায় এই আলোচনায় অংশ নেন বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদফতরের উপপরিচালক ড. আলী মুহম্মদ ওমর ফারুক, ব্র্যাকের সমন্বিত উন্নয়ন, সামাজিক ক্ষমতায়ন ও জেন্ডার জাস্টিস এ্যান্ড ডাইভারসিটি কর্মসূচীর পরিচালক আন্না মিনজ, কেয়ার বাংলাদেশ-এর সৌহার্দ্য-৩-এর চীফ অব পার্টি ওয়ালটার মাওয়াসা, অস্ট্রেলিয়ান হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি এ্যান্ড হেড অব এইড এঞ্জেলা নাউম্যান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিদ্দিকুর রহমানসহ অন্যরা। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, তথাকথিত প্রভাবশালী দুর্নীতিবাজরা শহরে বাস করেও অন্যায়কে ন্যায় বানিয়ে আসছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সময় হয়েছে। এ সময় মন্ত্রী হাওড় নিয়ে নানা উন্নয়নের কথাও বলেন।
×