ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুশাসনের চার সূচকে অগ্রগতি দুটিতে অবনতি

প্রকাশিত: ১০:২৪, ২৮ নভেম্বর ২০১৯

  সুশাসনের চার সূচকে অগ্রগতি দুটিতে  অবনতি

স্টাফ রিপোর্টার ॥ সুশাসনে অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। এক্ষেত্রে ছয়টি সূচকের মধ্যে চারটিতে উন্নতি হয়েছে। তবে দুটি সূচকে অবনতিও আছে। রাজনৈতিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ বা সন্ত্রাসী কর্মকান্ড নিয়ন্ত্রণ, দুর্নীতি নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রক সংস্থার মান বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি হয়েছে। অন্যদিকে সরকারের কার্যকারিতা এবং কথা বলার স্বাধীনতার ক্ষেত্রে অবনতি হয়েছে। প্রথম প্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২০২১) এর মধ্যবর্তী মূল্যায়নে এ চিত্র উঠে এসেছে। বুধবার পরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি অবহিতকরণ ও প্রতিবেদনের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে এ চিত্র তুলে ধরা হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, পরিকল্পনা সচিব নূরুল আমিনসহ সংশ্লিষ্টরা। প্রতিবেদনটি উপস্থাপন করেন সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম। প্রতিবেদনে দেখা যায়, দারিদ্র্য নিরসন যেমন দারিদ্র্যের হার কমানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, বাজেট ঘাটতি ৫ শতাংশের নিচে ধরে রাখা, সবার জন্য বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, শিক্ষার হার বৃদ্ধি এবং নারী-পুরুষের সমতা অর্জন ইত্যাদিতে ভাল অগ্রগতি হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমাদের অর্জন অনেক ভাল। প্রতিবেদনে সার্বিকভাবে প্লাস মাইনাস আছে। প্রতিবেদনের ক্ষেত্রে আমি মার্ক দেব ৬০-৭০ ভাগ। প্রেক্ষিত পরিকল্পনার সময় ভয়ঙ্কর কোন ব্যর্থতা বা ফেইলিওর নেই। হতাশা বা লজ্জা পাওয়ার মতো কিছু নেই। জিডিপি প্রবৃদ্ধি অর্জনে অনেক অনেক ভাল করছি। মূল্যস্ফীতি ধরে রাখতে পেরেছি। গর্ববোধ করার মতো মূল্যস্ফীতি রয়েছে। মানুষের গড় আয়ু বাড়ছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের নিজেদের রিপোর্ট নয়, সিএনএনে দেখেছি আমেরিকানদের গড় আয়ু কমছে। অথচ আমেরিকানরা স্বাস্থ্যসেবায় বেশি খরচ করে। তাদের আয়ু কমলেও আমাদের আয়ু বাড়ছে। সালমান এফ রহমান বলেন, এটি একটি ভাল উদ্যোগ। যে কোন পরিকল্পনার মূল্যায়ন জরুরী। তাহলে এর অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। আশা করছি, ভবিষ্যতে আরও ভাল প্রতিবেদন পাওয়া যাবে। এ সময় সরকারের উন্নয়নগুলো উল্লেখ করেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। এইচটি ইমাম বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পর মেধাবীদের নিয়ে এসে পরিকল্পনা কমিশন গঠনসহ বিভিন্ন কাজে লাগিয়েছেন। আওয়ামী লীগ সরকারও মেধাবীদের কাজে লাগাচ্ছে। এইচটি ইমাম বলেন, দেশে অনেক পরিবর্তন হয়েছে।
×