ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খুলে দেয়া হলো হংকংয়ের হারবার টানেল

প্রকাশিত: ০৯:৩২, ২৮ নভেম্বর ২০১৯

 খুলে দেয়া হলো হংকংয়ের হারবার টানেল

হংকংয়ে গুরুত্বপূর্ণ হারবার টানেল বুধবার খুলে দেয়া হয়েছে। একই সঙ্গে এর নিকটবর্তী একটি ভার্সিটিতে সপ্তাহব্যাপী পুলিশী অবরোধের ইতি ঘটেছে। এর ফলে শহরটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভে অধিক সংঘর্ষপূর্ণ অধ্যায়ের একটির সমাপ্তি ঘটল। এপি। ক্রস হারবার টানেলটি দুই সপ্তাহ ধরে বন্ধ ছিল। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা আবর্জনা দিয়ে এটির প্রবেশ পথে ব্লক সৃষ্টি ও টোল বুথ জ্বালিয়ে দেয়ার পর টানেলটি বন্ধ করে দেয়া হয়। টানেলটি হংকং আইল্যান্ডের সঙ্গে বাকি শহরের সংযোগ ঘটিয়েছে। হংকং পলিটেকনিক ভার্সিটির ক্যাম্পাসে অনুসন্ধানে শুধুমাত্র এক নারীকে পাওয়া গেছে। এ সময় তার শারীরিক অবস্থা দুর্বল ছিল। এক জ্যেষ্ঠ ভার্সিটি কর্মকর্তা বলেছেন, সেখানে আর কারও থাকার সম্ভাবনা নেই। স্থানীয় নির্বাচনে বড় পরাজয়ের পর প্রধান নির্বাহী ক্যারি লামের মন্তব্যের দিকে মানুষের মনযোগ নিবন্ধ হয়েছে। এই নির্বাচনে বিক্ষোভকারীদের প্রতি তার কঠোর অবস্থানের জবাব দিয়েছে নগরবাসী। লাম কোন ছাড় দেননি। তিনি সংলাপ তরান্বিত করবেন এবং সামাজিক অসন্তুষ্টি লাঘবের উপায়গুলো খুঁজে বের করবেন।
×