ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুপার গাপ্পির উড্ডয়ন

প্রকাশিত: ০৯:৩১, ২৮ নভেম্বর ২০১৯

 সুপার গাপ্পির উড্ডয়ন

ওরিয়ন ক্যাপসুল নামে পরিচিত নাসার বিশাল আকৃতির কার্গো বিমান ইতোপূর্বে মহাকাশে সরঞ্জামাদি আনা নেয়ার কাজে ব্যবহৃত হয়েছে। বিশাল আকৃতির জন্য এটি ‘সুপার গাপ্পি’ নামেও পরিচিত। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি এখন একে পৃথিবীর আকাশ পথে ব্যবহারের উদ্যোগ নিয়েছে। সোমবার এটি কেনেডি স্পেস সেন্টার থেকে ওহাইওর প্লাম ব্রুক স্টেশনে অবতরণ করে। এটি ছিল পৃথিবীর আকাশে সুপাার গাপ্পির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন। - উন্নয়ন
×