ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেক্সিকোর মাদক কারবারিদের কালো তালিকাভুক্ত করবে ট্রাম্প প্রশাসন

মাদক চক্র সন্ত্রাসী গ্রুপ

প্রকাশিত: ০৯:৩১, ২৮ নভেম্বর ২০১৯

মাদক চক্র সন্ত্রাসী গ্রুপ

মেক্সিকোর মাদক কারবারিদের সন্ত্রাসী গ্রুপ হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফক্স নিউজকে বলেন ড্রাগ কার্টেলকে সন্ত্রাসী গ্রুপ হিসেবে গণ্য করা হবে। ছয় শিশুসহ নয় মার্কিন নাগরিক মেক্সিকোর মাদক কারবারিদের হাতে নিহত হওয়ার পর ট্রাম্প এই মন্তব্য করলেন। -খবর নিউইয়র্ক টাইমসের। ট্রাম্প বলেন, মেক্সিকোর মাদক কারবারিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার পরিকল্পনা হচ্ছে। কারণ ওইসব মাদক কারবারিদের হাতে প্রতিবছর বহু মার্কিন নাগরিক প্রাণ হারাচ্ছে। বিল ও রেইলি তার ব্যক্তিগত ওয়েবসাইটে ট্রাম্পের সাক্ষাতকারটি প্রকাশের পর মনে করা হচ্ছে, সন্ত্রাসী তকমার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র নীতিতে আমূল পরিবর্তন আসতে যাচ্ছে। এরপর মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এব্রাড বলেন, আমার মনে হয় না এই ধরনের সিদ্ধান্ত আসলেই নেয়া হবে। সাক্ষাতকারে ট্রাম্পকে বলতে শোনা যায়, আমি মাদক কারবারির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেয়ার জন্য ৯০ দিন ধরে কাজ করছি। তবে ট্রাম্প স্বীকার করেন যে, এই ধরনের পদক্ষেপ সহজ নয়। এই ধরনের কাজের জন্য একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। ট্রাম্প বলেন, আমরাও একটা প্রক্রিয়ার মাধ্যমে এগুচ্ছি। গত কয়েক সপ্তাহে মেক্সিকোর মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষ ও কয়েক সপ্তাহ আগে এদের হাতে মার্কিন নাগরিকদের প্রাণহানির খবরে ওয়াশিংটন তাদের বিষয়ে নড়েচড়ে বসেছে। নিহতদের মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব ছিল। নিহতরা মর্মন সম্প্রদায়ের লোক। ওই হামলার পর এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে ওয়াশিংটনের যুদ্ধে মেক্সিকোর সহায়তা করার সময় এসেছে। আমরা এসব মাদক কারবারিদের পৃথিবী থেকে নির্মূল করতে চাই। তবে মাদক কারবারিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার যুক্তরাষ্ট্র ঠিক কি ধরনের পদক্ষেপ নিচ্ছে তার বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান ট্রাম্প। সংঘবদ্ধ মাদক কারবারিদের নির্মূলে ড্রোন হামলা হতে পারে কি না? বিল ও রেইলির এ সংক্রান্ত প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তাদের বিরুদ্ধে আসলে কি পদক্ষেপ নেয়া হবে, আমি আপাতত বলতে চাই না। তবে মাদক কারবারিদের সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি নিশ্চিত। ট্রাম্প বলেন, মেক্সিকোর ঘটনায় বছরে প্রায় এক লাখ লোক প্রাণ হারাচ্ছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি ট্রাম্প। ট্রাম্প বলেন, মাদক কারবারিদের হাতে প্রচুর অর্থ। মাদক পাচার থেকে প্রাপ্ত অর্থ ছাড়াও মানবপাচার করে তারা বছরে কাড়ি কাড়ি টাকা কামাচ্ছে। প্রচুর অর্থ থাকায় তারা সহজেই লোকজনকে তাদের দলে ভেড়াতে পারছে। ট্রাম্পের এই ধরনের ঘোষণার পর মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ও ব্রাদর সরকার বিপাকে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই সাক্ষাতকার প্রচারের পর মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, খুব শীঘ্রই এ বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। মেক্সিকো কূটনৈতিক উপায়ে বিষয়টি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার চেষ্টা চালাবে। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রী মার্সেলো এব্রাড অবশ্য বলেন, আমার মনে হয় না, মার্কিন প্রশাসন মেক্সিকোর মাদক কারবারি গ্রুপকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করবে। কারণ উভয় দেশের সরকার ইতোমধ্যে মাদক কারবারি গ্রুপসমূহের বিরুদ্ধে লড়ছে। তাই নিদিষ্ট কোন গ্রুপকে সন্ত্রাসী তালিকাভুক্ত করা উচিত হবে না। মাদক চক্রকে সন্ত্রাসী গ্রুপ হিসেবে আখ্যা দিলে কোন মার্কিন নাগরিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান তাদের সঙ্গে কাজ করতে পারবে না।
×