ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে সিমন্স, হোপকে নিয়ে বিপদে রংপুর

প্রকাশিত: ১১:৫৫, ২৭ নভেম্বর ২০১৯

চট্টগ্রামে সিমন্স, হোপকে নিয়ে বিপদে রংপুর

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরের জন্য ইতোমধ্যেই স্কোয়াড গড়েছে অংশগ্রহণকারী ৭ দল। তবে প্লেয়ার্স ড্রাফট থেকে সর্বোচ্চ ১১ জন দেশী ও ৮ জন বিদেশী ক্রিকেটার নেয়ার নিয়ম ছিল এবং প্রতি দলে ন্যূনতম ৯ জন দেশী ও ৬ জন বিদেশীকে নিতেই হবে। সেই কোটা পূরণ করেনি কোন দলই। তবে এখন নতুন করে পছন্দ মাফিক খেলোয়াড়দের টানছে দলগুলো। তারই অংশ হিসেবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যোগ দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার লেন্ডল সিমন্স। তিনি মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, রুবেল হোসেন ও ক্রিস গেইলদের সতীর্থ হবেন। অপরদিকে প্লেয়ার্স ড্রাফট থেকে আরেক ক্যারিবিয়ান শাই হোপকে পুরো সময় পাওয়ার নিশ্চয়তায় দলে নিয়েছিল রংপুর রেঞ্জার্স। কিন্তু এখন হোপ জানিয়েছেন তিনি ৭ দিনের বেশি থাকতে পারবেন না। তাই বিপাকে পড়া রংপুর নতুন কাউকে খুঁজছে। এর আগেও বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে সিমন্সের। মারকুটে এই ওপেনার দুই বছর আগে বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন। বিপিএল ছাড়াও আইপিএল-পিএসএলে বেশ কয়েকবার খেলার অভিজ্ঞতা রয়েছে তার। স্বদেশী গেইলের তার ওপেনিং জুটিটা বেশ জমজমাট হওয়ার আশাই করছে চট্টগ্রাম। দলের ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেখানে লেখা হয়েছে, ‘নতুন অন্তর্ভুক্তি, (ড্রাফটের বাইরে থেকে) ক্যারিবিয়ান ব্যাটিং জিনিয়াস লেন্ডল মার্ক সিমন্স এখন একজন চ্যালেঞ্জার্স।’ নিয়মানুযায়ী ড্রাফটের বাইরে থেকে দুইজন ক্রিকেটারকে নিজেদের স্পন্সরে আনতে পারবে যে কোন দল। সেই নিয়ম মেনে লেন্ডল সিমন্সকে নিয়েছে চট্টগ্রাম। তিনি নিজ দেশের আরেক সতীর্থ হিসেবে এখানে পাবেন কেসরিক উইলিয়ামসকে। আরেক ক্যারিবিয়ান তারকা ব্যাটসম্যান হোপকে নিয়ে বেশ বিপদেই পড়েছে রংপুর। তারা প্লেয়ার্স ড্রাফট থেকে ‘এ’ গ্রেডে থাকা হোপকে পুরো বিপিএলে পাওয়ার আশাতেই নিয়েছিল। কিন্তু হোপ নতুন করে জানিয়েছেন ৭ দিনের বেশি থাকতে পারবেন না। কারণ, ভারত সফরে ডিসেম্বরে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলবে ক্যারিবীয়রা এবং তা শেষ হবে ২২ ডিসেম্বর। এরপর আবার ৭ জানুয়ারি থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সে জন্যই হোপ পুরোটা সময় বিপিএলে দিতে পারবেন না। দলের পরিচালক আকরাম খান তাই বললেন, ‘শাই হোপ আমাদের ৭ দিনের বেশি সময় দিতে পারবে না। ওকে নিশ্চিত ধরেই আমরা দল সাজিয়েছিলাম। আমরা বিকল্প হিসেবে কাউকে খুঁজছি এখন। তবে কে আসবে বা কাকে নিয়ে আসব সেটা এখনও ঠিক করিনি। দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে এই বিষয়ে।’
×