ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রমেকের চার কোটি টাকা আত্মসাত ॥ সাবেক অধ্যক্ষ কারাগারে

প্রকাশিত: ০৯:৩৭, ২৭ নভেম্বর ২০১৯

রমেকের চার কোটি টাকা আত্মসাত ॥ সাবেক অধ্যক্ষ কারাগারে

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৬ নবেম্বর ॥ মেডিক্যাল কলেজের জন্য যন্ত্রপাতি কেনাকাটায় অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলায় রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) সাবেক অধ্যক্ষ ডাঃ নূর ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে রংপুরের একটি আদালত। মঙ্গলবার দুপুরে তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে রংপুর জেলা ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক বেগম রাশেদা সুলতানা জামিন আবদেন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদকের আইনজীবী পিপি হারুন-উর রশীদ জানান, রংপুর মেডিক্যাল কলেজে যন্ত্রপাতি কেনাকাটায় অর্থ আত্মসাতের অভিযোগে কলেজের অধ্যক্ষ ডাঃ নূর ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে গত ১২ সেপ্টেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
×