ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসটিআই’র অভিযান

আট পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা ॥ পাঁচটি বন্ধ

প্রকাশিত: ০৯:৩৬, ২৭ নভেম্বর ২০১৯

আট পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা ॥ পাঁচটি বন্ধ

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে মঙ্গলবার মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে ৫টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রতিষ্ঠান ৫টির মধ্যে ২টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলাসহ জ্বালানি তেল বিক্রয় ও বিতরণ বন্ধ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এছাড়া গত সোমবার বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজধানীর বাড্ডা ও কুড়িল এলাকায় ৩টি পেট্রোল পাম্পকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা এবং পেট্রোল পাম্প ৩টির বিক্রি ও বিতরণ বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি পেট্রোল পাম্প ৩টিকে ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখার জন্য বিএসটিআইর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার বিএসটিআইর অভিযানে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকার মেসার্স ভূঁইয়া ফিলিং স্টেশন দুটি ডিজেল ও ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে তেল পরিমাপে কম প্রদান করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের এবং তেল বিক্রি বন্ধ করা হয়েছে। মেসার্স সানাল বেপারি ফিলিং স্টেশন সিল ভাঙ্গা অবস্থায় ৩টি ডিজেল ও ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটের মাধ্যমে তেল বিক্রি করে আসছে এবং মেসার্স মা ফিলিং স্টেশন সিলবিহীন অবস্থায় ১টি হাইটেক ব্র্যান্ডের ডিসপেন্সিং ইউনিট ব্যবহার করায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮’ অনুযায়ী নিয়োমিত মামলা দায়ের করা হয়। এছাড়াও একই অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকার মেসার্স বনলতা সিএনজি এ্যান্ড ফিলিং স্টেশন অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে তেল পরিমাপে কম প্রদান করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের এবং বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে এবং মেসার্স রাফি ফিলিং স্টেশন মেয়াদ উত্তীর্ণ আন্ডার গ্রাউন্ড ক্যালিব্রেশন চার্ট ব্যবহার করায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক মোঃ মোন্নাফ হোসেন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, পরিদর্শক মোঃ লিয়াকত হোসেন, মোঃ রাকিবুল আলম ও মোঃ বিল্লাল হোসেন অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি
×