ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ০৯:৩৫, ২৭ নভেম্বর ২০১৯

বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ নাসিরনগরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবি মৌসুমে সরিষা ও গম ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে নাসিরনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসার মোঃ আনিছুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী। পরে উপজেলার এক হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়। ভেজাল ওষুধ নিয়ে শপথ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২৬ নবেম্বর ॥ বাংলাদেশ কেমিস্টস এ্যান্ড ড্রাগিস্টস সমিতি মাদারীপুরের কালকিনি উপজেলা উপ-কমিটি শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় অডিটরিয়াম হলরুমে এ সম্মেলন করা হয়। এ সময় বিএসটিআই অনুমোদন বিহীন (ভেজাল) ওষুধ বিক্রি না করার জন্য উপস্থিত সব কেমিস্টস এ্যান্ড ড্রাগিস্টসরা শপথ গ্রহণ করেন। এতে কালকিনি কেমিস্টস এ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আলবিধান মোহাম্মদ সানাউল্লাহ, কালকিনি থানার ওসি নাসিরউদ্দিন মৃধা, বিথী রানী ম-ল প্রমুখ।
×