ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে বন্ধু হত্যা মামলায় বন্ধুর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৯:৩২, ২৭ নভেম্বর ২০১৯

কিশোরগঞ্জে বন্ধু হত্যা মামলায় বন্ধুর মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৬ নবেম্বর ॥ যুবককে হত্যার দায়ে তার বন্ধু হন্তারক রাজীব ওরফে বুলবুলকে (২৮) মৃত্যুদ- এবং ২০ হাজার টাকা অর্থদ- দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এ রায় দেন। দ-িত রাজীব ওরফে বুলবুল পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া চরটেকী কোনাপাড়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে। অন্যদিকে নিহত রাজমিস্ত্রী সুমন মিয়া একই এলাকার মাহতাব উদ্দিনের ছেলে। মামলার বিবরণে জানা যায়, নিহত সুমন ও রাজীব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ২০১৫ সালের ৬ জুলাই রাত ১০টার দিকে রাজীব ওরফে বুলবুল কাজ আছে বলে মোবাইল ফোনে সুমনকে চরটেকী নামাপাড়ার পতিত জমিতে ডেকে নিয়ে যায়। পরে সেখানে রাজীব তার গামছা বিছিয়ে বেশ কিছুক্ষণ দু’জনে কথাবার্তা বলে। একপর্যায়ে রাত ১১টার দিকে রাজীব তার বন্ধু সুমনের সঙ্গে থাকা দুই হাজার ৮শ’ টাকা এবং এক হাজার ৮শ’ টাকা মূল্যের নকিয়া ব্র্যান্ডের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার জন্য সুমনের গলায় গামছা পেঁচিয়ে মাটিতে শুইয়ে ফেলে। পিঠের ওপর চড়ে বসে সজোরে গলায় গামছা দিয়ে চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।
×