ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার ঢাকায় চালু হলো ‘উবার পুল’

প্রকাশিত: ০৯:২৯, ২৭ নভেম্বর ২০১৯

এবার ঢাকায় চালু হলো ‘উবার পুল’

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে ব্যবসার তিনবছর পূর্তি উপলক্ষে ঢাকায় ‘উবার পুল’ চালু করেছে আন্তর্জাতিক রাইড-শেয়ারিং কোম্পানি উবার। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘উবার পুল’ রাইড শেয়ারিং-এর একটি নতুন ধারণা, যা একজন যাত্রীকে একই যাত্রাপথের অন্য যাত্রীদের সঙ্গে ট্রিপ শেয়ারের পাশাপাশি যাত্রাপথের খরচও ভাগাভাগি করে নেয়ার সুবিধা দেয়। কম সংখ্যক গাড়িতে বেশি যাত্রী বহন করতেই ‘উবার পুলে’র মতো রাইড শেয়ারিং সার্ভিস চালু করা হয়েছে। ফলে যাত্রীদের সাশ্রয়ী মূল্যে যাতায়াত করা, চালকদের দীর্ঘ সময়ের লাভজনক ট্রিপ দেয়া ও শহরগুলোতে যানজট কমানো সম্ভব হবে। একই দূরত্বের জন্য ‘উবার এক্সে’র ভাড়ার চেয়ে ‘উবার পুলে’র ভাড়া ৪০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী হতে পারে। সংশ্লিরা বলছেন, ‘উবার পুল’ ব্যবহারের জন্য প্রথমে আপনাকে উবার এ্যাপের ‘পুল’ অপশনটি ক্লিক করতে হবে। সেখান থেকে রাইড রিকোয়েস্ট করার পর আপনার গন্তব্যের সঙ্গে মিলে যায় এমন সহযাত্রী ও নিকটস্থ চালকের সঙ্গে আপনাকে যোগাযোগ করিয়ে দেয়া হবে। দুই মিনিটের মধ্যে পিকআপের জন্য সবচেয়ে সুবিধাজনক জায়গাটি আপনাকে নির্বাচন করে দেয়া হবে। যখন আপনি রাইডটি কনফার্ম করবেন তখন এ্যাপে আপনাকে হাঁটার দিকনির্দেশনা ও পিকআপ করার সময় দেয়া হবে, যাতে আপনি জানতে পারেন কখন ও কোথায় আপনার চালকের সঙ্গে দেখা করতে হবে।
×