ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিজেএমসিকে একশত কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত: ০৯:২৮, ২৭ নভেম্বর ২০১৯

বিজেএমসিকে একশত কোটি টাকা বরাদ্দ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) -এর নিয়ন্ত্রলাধীন পাটকলসমূহের শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি ও বেতন-ভাতা পরিশোধের নিমিত্তে ১০০ (একশত কোটি) টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিজেএমসি’র নিয়ন্ত্রাধীন মিলসমূহের শ্রমিক-কর্মচারীদের আগস্ট ১৯ হতে নবেম্বর ১৯ পর্যন্ত বকেয়া মজুরি ও বেতন-ভাতা পরিশোধের নিমিত্তে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে অর্থ বিভাগের ‘অপ্রতাশিত ব্যয়’ খাত হতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অওতাধীন বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি)’র অনুকূলে ‘পরিচালনা ঋণ’ খাতে এ ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তবে অর্থ বিভাগ থেকে বরাদ্দ এই টাকা ব্যবহারের ক্ষেত্রে বিজেএমসিকে বেশ কিছু শর্ত পরিপালন করতে হবে। শর্তগুলো হলো- ছাড়কৃত ১০০ কোটি টাকা চলতি অর্থবছরে (২০১৯-২০) বিজেএমসি’র মিলগুলোর জন্য বর্ণিত খাত ছাড়া অন্য কোন খাতে ব্যয় করা যাবে না। এ ছাড়া ছাড়কৃত অর্থ সুনির্দিষ্ট ব্যাংকের এ্যাকাউন্ট পেয়ি চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে। এ অর্থ ব্যয়ের ৭ (সাত) দিনের মধ্যে মিলভিত্তিক কর্মচারী ও শ্রমিকদের তালিকাসহ বিস্তারিত ব্যয় বিবরণী অর্থ বিভাগে প্রেরণ করতে হবে। এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করতে হবে। বিধিবহির্ভূতভাবে কোন অর্থপরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবেন। আর্থিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বিজেএমসি ও অর্থ বিভাগের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে বর্ণিত শর্তাদি যথাযথভাবে প্রতিপালন করতে হবে। ছাড় করা অর্থ বিজেএমসির অনুকূলে ‘সরকারী ঋণ’ হিসেবে গণ্য হবে।
×