ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আসিয়ানের সঙ্গে বৃহৎ পরিসরে কাজ করতে চায় দক্ষিণ কোরিয়া

প্রকাশিত: ০৮:৩১, ২৭ নভেম্বর ২০১৯

আসিয়ানের সঙ্গে বৃহৎ পরিসরে কাজ করতে চায় দক্ষিণ কোরিয়া

আসিয়ানের সঙ্গে মতপার্থক্য থাকলেও দক্ষিণ কোরিয়ার আঞ্চলিক জোটটির সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় সিউল। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি সিয়েন লুং এ কথা বলেন। খবর এএফপির। তিনি বলেন, দক্ষিণ কোরিয়া ও আসিয়ান মিলে এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করতে পারে। এতে এই অঞ্চলের মানুষ খুব সহজেই লাভবান হবে বলে তিনি মনে করেন। লি সিয়েন লুং বলেন, দক্ষিণ কোরিয়া, আসিয়ানভুক্ত ১০ দেশ এবং এ অঞ্চলের অপর চার দেশ অস্ট্রেলিয়া, চীন, জাপান ও নিউজিল্যান্ড মিল চলতি মাসের প্রথম দিকে একটি বৃহৎ চুক্তিতে উপনীত হতে সম্মত হয়েছে। এসব দেশ স্মার্ট শহর, জিডিটাল অর্থনীতি ও সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করতে পারে। এই চুক্তিকে একটি উল্লেখযোগ্য অর্জন আখ্যা দিয়ে লি সিয়েন লুং বলেন, আগামী বছর সকল পক্ষ এই চুক্তির কার্যকারিতা নিয়ে কাজ করতে পারে। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন এই চুক্তিতে খুশি। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে সিঙ্গাপুরের সঙ্গে মিলে স্মার্ট শহর তৈরি প্রকল্পে কাজ করছে। সিউল এর আগে সিঙ্গাপুরের ফিনটেক ফেস্টিভ্যাল ও সিঙ্গাপুরের উইক অব ইনোভেশন এ্যান্ড টেকনোলজি মেলায় অংশ নিয়েছে।
×