ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুম্বাইয়ের হোটেলে মহারাষ্ট্রের ১৬২ বিধায়কের শপথ

প্রকাশিত: ০৮:৩১, ২৭ নভেম্বর ২০১৯

মুম্বাইয়ের হোটেলে মহারাষ্ট্রের ১৬২ বিধায়কের শপথ

ভারতের মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে অচলাবস্থা কাটছে না। সোমবার মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে নিজ দলের বিধায়কদের একত্রিত করেছে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস। সেখানে তারা দলীয় বিধায়কদের শপথবাক্য পাঠ করান। সন্ধ্যায় বিধায়করা শপথ নিয়ে বলেন, তারা কোন কুপ্রস্তাবে পা দেবেন না। খবর এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডের। মহারাষ্ট্রের বিধায়করা এই বলে শপথ নেন যে, ‘আমি কারও কোনও কুপ্রস্তাবে পা দেব না। কোনভাবেই বিজেপিকে সমর্থন করব না। দলবিরোধী কোন কাজ করব না।’ বিধায়কদের হোটেলের যে হলঘরে রাখা হয়েছিল, সেখানে পোস্টারে লেখা ছিল ‘আমরা ১৬২’ আর তার পেছনে ছিল ভারতীয় সংবিধানের বিশাল ছবি। সেখানেই মহারাষ্ট্রের বিধায়করা একজোট হয়ে আলোচনা করেন। তাতে উপস্থিত ছিলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা শারদ পাওয়ার এবং তার মেয়ে সুপ্রিয়া সুলে। এছাড়াও ছিলেন বিজেপির দীর্ঘদিনের জোটসঙ্গী শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে এবং তার ছেলে আদিত্য ঠাকরে। ছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়গেও। বিধায়কদের উদ্দেশে সভায় বক্তব্য দিতে গিয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, ‘বড় আয়তনের ছবি তোলার মতো ক্ষমতাসম্পন্ন ক্যামেরা প্রয়োজন আমাদের।’ তিনি আরও বলেন, ‘আমরা ‘সত্যমেব জয়তে’ (সত্যের জয়) বিশ্বাস করি। আমরা সবাইকে ভাঙ্গন ধরাবার চ্যালেঞ্জ করছি।’ এনসিপি প্রধান শারদ পাওয়ার বলেন, ‘সমস্ত এনসিপি বিধায়করাই তার সঙ্গে আছেন। এখানে ১৬২ বিধায়ক রয়েছেন, আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।’
×