ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ০২:৪৬, ২৬ নভেম্বর ২০১৯

২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নিজস্ব সংবাদদাতা,ফটিকছড়ি ॥ দক্ষিন এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর বিভিন্ন স্থানে ফের অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন।অভিযানের নেতৃত্বে দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। সোমবার দিবাগত গভীর রাতে হালদা নদীর মদুনাঘাট থেকে হালদার মোহনা পর্যন্ত অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। এসময় অভিযানে ইউএনওর সাথে হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, আইডিএফ হালদা প্রকল্পের কর্মকর্তা সাদ্দাম হোসেন, সেচ্ছাসেবক রোশাংগীর আলম,কামাল উদ্দিন সওদাগর ও সেচ্ছাসেবক দলের অন্যান্য সদস্যবৃন্দ, বাংলাদেশ নদী পরিব্রাজক দল এর নাজমুস সাদাত সাকিব এতে অংশ গ্রহণ করে। ইউএনও জানান, হালদা নদীতে মাছের অবাদ বিচরণ ও মাছের মজুদ বৃদ্ধির লক্ষ্যে সারাবছর হালদা নদীতে মাছ শিকারের উপর প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল নদীতে ঘেরা জাল ও কারেন্ট জাল বসিয়ে চুরি করে মাছ শিকার করছেন। সোমবর রাতে অবৈধভাবে হালদা নদীর বিভিন্ন স্থানে কারেন্ট জাল বসিয়ে মাছ শিকার করে আসছে।খবর পেয়ে হালদা নদী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।রাতে জাল গুলি উপজেলা পরিষদের সামনে পুড়িয়ে ফেলা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
×