ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সচিবালয়ের চারপাশ হবে ‘শব্দহীন’ ॥ পরিবেশমন্ত্রী

প্রকাশিত: ১২:৫৪, ২৬ নভেম্বর ২০১৯

সচিবালয়ের চারপাশ হবে ‘শব্দহীন’ ॥ পরিবেশমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ আগামী ১৭ ডিসেম্বর থেকে সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, কদম ফোয়ারা, শিক্ষা ভবন এলাকাকে নীরব জোন বা ‘শব্দবিহীন’ এলাকা ঘোষণা করবে সরকার। এ এলাকায় কোন পরিবহনকে হর্ন বাজাতে বা শব্দ সৃষ্টি করতে দেয়া হবে না। ঢাকা শহরে শব্দ দূষণ নিয়ন্ত্রণের পাইলট কার্যক্রমের অংশ হিসেবে এটা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। খবর বিডিনিউজের। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকার বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে হাইড্রোলিক হর্ন পুরোপুরি বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
×