ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জরুরী আমদানিতে অগ্রিম পরিশোধ করা যাবে ১০ হাজার ডলার

প্রকাশিত: ১১:৫৩, ২৬ নভেম্বর ২০১৯

জরুরী আমদানিতে অগ্রিম পরিশোধ করা যাবে ১০ হাজার ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই জরুরী আমদানির ক্ষেত্রে ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত অগ্রিম পরিশোধ করতে পারবে ব্যাংক। এক প্রজ্ঞাপনের মাধ্যমে জরুরী আমদানির ক্ষেত্রে আরও ৫ হাজার মার্কিন ডলার বৃদ্ধির এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশ দেয়া হয়। বাংলাদেশে কার্যরত সকল অথরাইজ জিলারদের কাছে পাঠানো ওই চিঠিতে জানানো হয়, এতদিন ৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত পরিশোধের অনুমতি ছিল। তবে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই জরুরী আমদানির ক্ষেত্রে ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত অগ্রিম পরিশোধ করা যাবে। আমদানি লেনদেন আরও সহজ করতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে সার্কুলারে বলা হয়েছে। প্রসঙ্গত, অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংক (অথরাইজ ডিলার) তাদের অর্জিত রেমিটেন্স (প্রবাসী আয়) থেকে আমদানির অগ্রিম পরিশোধ করতে পারবে।
×