ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় শিশু নিহত

প্রকাশিত: ০৯:২২, ২৬ নভেম্বর ২০১৯

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বোচাগঞ্জে ট্রেনের ধাক্কায় মিসা মনি নামে ৩ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আহত হয়ে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সে মারা যায়। নিহত মিসা মনি উপজেলার ভরলা গ্রামের আহসান হাবিব লিটনের ছেলে। জানা যায়, সকালে বাড়ির পার্শ্বে রেললাইনের ধারে খেলা করছিল কয়েকজন শিশু। এ সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন যাওয়ার সময় শিশুটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। সে সময় গুরুতর আহত হলে তাকে তাৎক্ষণিকভাবে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লালপুরে বৃদ্ধ সংবাদদাতা লালপুর নাটোর থেকে জানান, লালপুর ট্রেনে কাটা পড়ে আকবর পাগল ( ৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার গোপালপুর পৌরসভা কেন্দ্রীয় ঈদগা মাঠ ও কবরস্থান এলাকায় রেলওয়ে সেতুর ওপরে এই ঘটনা ঘটে। আকবর পাগল পাবনার ঈশ্বরদী উপজেলার আড়বাড়ীয়া (গোপালপুর) গ্রামের বাসীন্দা। জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে আকবর পাগল রেললাইন পারাপার হওয়ার সময় রাজশাহী থেকে ঈশ্বরদীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে মৃত্যুবরণ করেন।
×