ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গ্রাহকের ৭০ লাখ টাকা চুরি ॥ কর্মকর্তা আটক

প্রকাশিত: ০৯:২১, ২৬ নভেম্বর ২০১৯

গ্রাহকের ৭০ লাখ টাকা চুরি ॥ কর্মকর্তা আটক

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৫ নবেম্বর ॥ মেলান্দহ বাজার শাখা বাংলাদেশ কৃষি ব্যাংকের গ্রাহকের হিসাব থেকে অনলাইনে প্রায় ৭০ লাখ টাকা চুরির অভিযোগে ব্যাংক কর্তৃপক্ষ ওই শাখার সেকেন্ড অফিসার মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে মেলান্দহ থানায় সোপর্দ করেছে। ব্যাংকটির ময়মনসিংহ বিভাগীয় মহাব্যবস্থাপকের নেতৃত্বে চার সদস্যের একটি টিম সোমবার ওই ব্যাংকে প্রাথমিক তদন্তে গ্রাহকের টাকা আত্মসাতের বিষয়টি নিশ্চিত হয়েছেন। জানা গেছে, মেলান্দহ বাজার শাখা কৃষি ব্যাংকে মেলান্দহ উপজেলার দুবাই প্রবাসী মোঃ রফিকুল ইসলামের হিসাবে ২১ লাখ টাকা জমা ছিল। তিনি রবিবার দুপুরে ওই শাখায় গিয়ে তার হিসাবে টাকা না থাকার বিষয়টি নিশ্চিত হন। তাৎক্ষণিক তিনি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলামের কাছে লিখিতভাবে অভিযোগ করে তার হিসাবে ২১ লাখ টাকা জমা করার জন্য আবেদন জানান। এ সময় শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম ব্যাংকের সেকেন্ড অফিসার মাসুদুর রহমানের কাছে জানতে চান গ্রাহক রফিকুল ইসলামের হিসাবে টাকা নেই কেন। মাসুদুর রহমান কোন সদুত্তর না দিতে পারায় তাৎক্ষণিক তাকে ব্যাংকের স্টোর রুমে আটকে রাখেন। এই গ্রাহকের টাকা খোয়া যাওয়ার সূত্র ধরে রাতেই আরও বেশ কয়েকজন গ্রাহকের হিসাবে টাকার বড় অঙ্কের গড়মিল ধরা পড়ে। বিষয়টি কৃষি ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে জানানো হয়। সোমবার বিকেলে ময়মনসিংহ বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ দিদারুল ইসলাম মজুমদারের নেতৃত্বে চার সদস্যের একটি টিম মেলান্দহে যান। তারা প্রাথমিকভাবে মাসুদুর রহমান অনলাইনে বেশ কয়েকজন গ্রাহকের হিসাব থেকে প্রায় ৭০ লাখ টাকা অন্য কোন ব্যাংকের হিসাবে স্থানান্তর করে আত্মসাত করেছেন বলে নিশ্চিত হন। ব্যাংকটির শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে বেশ কয়েকজন গ্রাহকের হিসাব থেকে প্রায় ৭০ লাখ টাকা সরানো হয়েছে বলে ধারণা পাওয়া গেছে। ব্যাংকের উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় মহাব্যবস্থাপক দিদারুল ইসলাম মজুমদার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদুর রহমান গ্রাহকদের হিসাব থেকে অন্তত ৬০ থেকে ৭০ লাখ টাকা সরিয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
×