ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে গৃহবধূর লাশ উদ্ধার ॥ স্বামী পলাতক

প্রকাশিত: ০৯:২০, ২৬ নভেম্বর ২০১৯

চট্টগ্রামে গৃহবধূর লাশ উদ্ধার ॥ স্বামী পলাতক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকার ব্যাংক কলোনির একটি বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোকসানা আক্তার (২৯) নামের এই নারী বরিশাল জেলার বাবুগঞ্জ এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী। রবিবার রাতে ইপিজেড থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঘটনার পর থেকেই পলাতক তার স্বামী। ইপিজেড থানা সূত্র জানায়, রোকসানাকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে। এ ব্যাপারে রোকসানার বোন লাকী আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ইপিজেড থানার পরিদর্শক ওসমান গণি জানান, রোকসানা ও দেলোয়ার ইপিজেড এলাকায় আলাদা দুটি পোশাক কারখানায় চাকরি করতেন। বসবাস করতেন বন্দরটিলায় ব্যাংক কলোনির একটি ভাড়া বাসায়। দুজনই দুমাস আগে চাকরি ছেড়ে চলে যান বরিশালে। নেত্রকোনায় বৃদ্ধা নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া এলাকার একটি ডোবা থেকে ছোট্টনী বেগম (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছোট্টনী বেগম পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকার আনির মিয়ার স্ত্রী। আলোকদিয়া গ্রামে তার বাবার বাড়ি। জানা গেছে, ওই বৃদ্ধা প্রায় দুমাস আগে বাবার বাড়িতে আসেন। ছয়দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। সোমবার দুপুরে স্থানীয়রা আলোকদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডোবায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ফরিদপুরে ওটি বয় নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, একটি ক্লিনিক থেকে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে শহরের পশ্চিম খাবাসপুর এলাকার প্রভাতী প্রাইভেট হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই তরুণ ওই ক্লিনিকে ওটিবয় হিসেবে কর্মরত ছিলেন। মৃত ওই তরুণের নাম এস এম সাজ্জাদ হোসেন (২৪)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের পশ্চিম লক্ষণা গ্রামের বাসিন্দা কৃষক এস এম মাইনুদ্দীনের ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে সাজ্জাদ চতুর্থ। তিনি অবিবাহিত ছিলেন। ওই প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, ১৮ মাস আগে এ হাসপাতালে ওটিবয় হিসেবে কাজ শুরু করেন সাজ্জাদ।
×