ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফটিকছড়িতে বিজ্ঞানমেলা

প্রকাশিত: ০৯:১৮, ২৬ নভেম্বর ২০১৯

ফটিকছড়িতে বিজ্ঞানমেলা

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২৫ নবেম্বর ॥ উপজেলা প্রশাসন আয়োজিত ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞানমেলা এবং বিজ্ঞান অলিম্পিয়ার্ড’ ২০১৯ সোমবার সকালে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর অংশগ্রহণে এ বিজ্ঞানমেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা মুক্তা, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সালামত উল্লাহ শাহীনসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ। কৃষক এ্যাপ নিয়ে সভা স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থাপনা ও কৃষকের এ্যাপের পাইলটিং কার্যক্রম বিষয়ে খাদ্য অধিদফতর ও অংশীজনরে সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত ভিডিও কনফারেন্সে ঢাকা খাদ্য বিভাগ থেকে যুক্ত হন খাদ্য অধিদফতরের মহাপরিচালক ডক্টর মোছাম্মত নাজমেনারা খানুম। এ সময় তিনি মোবাইল এ্যাপের মাধ্যমে সরকারী গুদামে ধান বিক্রি করার ক্ষেত্রে কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।
×