ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৯ কোটি টাকা আত্মসাত

চট্টগ্রামে সাবেক সিভিল সার্জনসহ সাতজনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৯:১৭, ২৬ নভেম্বর ২০১৯

চট্টগ্রামে সাবেক সিভিল সার্জনসহ সাতজনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বেশি দামে যন্ত্রপাতি কিনে ৯ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডাঃ সরফরাজ খান চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক মোঃ সিরাজুল হক। মামলায় অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডাঃ মোঃ আবদুর রব, জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক সার্জারি) ডাঃ মইন উদ্দিন মজুমদার, সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডাঃ বিজন কুমার নাথ, যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান বেঙ্গল সায়েন্টিফিক এ্যান্ড সার্জিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী মোঃ জাহের উদ্দিন সরকার, মেসার্স আহম্মদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুন্সী ফারুক হোসেন এবং এএসএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আফতাব আহমেদ। ২০১৪ সালের ২৯ মে থেকে ২০১৬ সালের ৩০ জুনের মধ্যে হাসপাতালে বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহের নামে মোট ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। যন্ত্রপাতি কেনা হয়েছিল সাবেক সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জন্য। এরমধ্যে এমআরআই যন্ত্রের বাজার মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা হলেও সেটা কিনতে ব্যয় দেখানো হয়েছে ৯ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা। চারটি কালার ডপলারের বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা হলেও ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৬০ লাখ টাকা। পারস্পরিক যোগসাজশে বাড়তি দাম দেখিয়ে এ অর্থ আত্মসাত করা হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।
×