ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় পাটকল শ্রমিকদের ভুখা মিছিল

প্রকাশিত: ০৯:১৪, ২৬ নভেম্বর ২০১৯

খুলনায় পাটকল শ্রমিকদের ভুখা মিছিল

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের ডাকে সোমবার সকাল ১০টার দিকে খুলনার খালিশপুরে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন পাটকলের শ্রমিকরা ভুখা মিছিল করেছেন। বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের পিএফ গ্রাচ্যুইটির টাকা প্রদান, শ্রমিকদের সাপ্তাহিক মজুরি নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্দসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে ডাকা ৬ দিনের কর্মসূচীর প্রথম দিন এই কর্মসূচী পালন করা হয়। মিছিলের পূর্বে স্ব স্ব মিল গেটে সভা করা হয়। গেট সভায় বক্তৃতা করেন বাংলাদেশ পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আব্দুল হামিদ, যুগ্ম আহ্বায়ক সাহানা শারমিন, সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ নেতা হুমায়ুন কবির খান, মুরাদ হোসেন, আবু দাউদ, দীন মোহাম্মদ, বেল্লাল মল্লিক, আব্দুল মান্নান, কাউসার আলী মৃধা, মোঃ হানিফ প্রমুখ। পরে পাটকল শ্রমিকরা থালা-বাসন হাতে নিয়ে ভূখা মিছিল বের করেন। মিছিলটি নগরীর খালিশপুর শিল্পাঞ্চলের বিআইডিসি সড়ক প্রদক্ষিণ করে নতুন রাস্তা হয়ে স্ব স্ব মিল গেটে গিয়ে শেষ হয়। সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। রাজশাহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন, সরকারী-বেসরকারী অংশীদারীর (পিপিপি) সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্র্যাচ্যুইটির টাকাসহ ১১দফা দাবিতে বিক্ষোভ করেছেন রাষ্ট্রায়ত্ত রাজশাহী পাটকলের শ্রমিকরা। সোমবার ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত তারা নগরীর উপকণ্ঠ কাটাখালি এলাকায় পাটকলের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে এই কর্মসূচী পালন করেন। কর্মসূচীতে পাটকলের ১ হাজার ৮০০ শ্রমিকের মধ্যে প্রায় ১ হাজার ১০০ জন অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ তাদের ঘিরে রাখে। শ্রমিকরা মহাসড়কের একপাশে অবস্থান নিয়ে কর্মসূচী চালিয়ে যান। অন্যপাশ দিয়ে গাড়ি চলাচল করে। তবে তারপরও মহাসড়কে দেখা দেয়া যানজট। বেলা ১১টার পর শ্রমিকরা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকরা নেতারা জানান, রাষ্ট্রায়ত্ত সকল পাটকলে কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে রাজশাহী পাটকলের সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়। শ্রমিকরা জানায়, গেল ১২ সপ্তাহ থেকে তাদের বেতন বন্ধ। ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ৫৫০ জন অবসরে গেলেও তারা গ্র্যাচুইটি পাননি। তারা এসব পরিশোধসহ মোট ১১ দফা দাবি জানাচ্ছেন। কর্মসূচীতে রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শামীম হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাক হোসেন, সহ-সভাপতি আবদুল আলীম, মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী চট্টগ্রামে ভুখা মিছিল করেছে আমিন জুট মিলের শ্রমিকরা। সোমবার সকালে চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে জুটমিল গেট এলাকা থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষে আয়োজিত সংশ্লিষ্ট সমাবেশে বক্তারা বলেন, সরকার বার বার আশ^াস দিয়েও কোন দাবি পূরণ করেনি। সরকারী ও অন্য কর্পোরেশনের শ্রমিকরা জাতীয় মজুরি কমিশন স্কেল-২০১৫ পেলেও পাটকল শ্রমিকরা বঞ্চিত হয়েছে। ৫ বছর পার হয়ে যাওয়ার পরও মজুরি কমিশন বাস্তবায়ন করা হয়নি। শুধু তাই নয়, শ্রমিকদের মজুরিও বকেয়া রয়েছে ১০ সপ্তাহ পর্যন্ত। সমাবেশে বক্তব্য রাখেন আমিন জুটমিল শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আরিফুর রহমা, মোঃ মোস্তফা, শামসুল আলম, কামাল উদ্দিন প্রমুখ। বক্তারা আগামী ২৭ নবেম্বর পাটকল গেটে প্রতীকী অনশন কর্মসূচীর ঘোষণা দেন। শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়া না হলে বৃহত্তর কর্মসূচী প্রদান করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
×