ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কর বাড়াবেন না জনসন

প্রকাশিত: ০৯:১৩, ২৬ নভেম্বর ২০১৯

কর বাড়াবেন না জনসন

ব্রিটেনে ১২ ডিসেম্বর সাধারণ নির্বাচন সামনে রেখে কনজারভেটিভ পার্টির নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, তার দল জিতলে তারা নতুন কোন কর আরোপ করবেন না। বরং শ্রমিকদের স্বার্থে ৩ বিলিয়ন পাউন্ডের ন্যাশনাল স্কিল ফান্ড গঠন করবেন। তিনি আরও জানিয়েছেন, ক্ষমতায় টিকে গেলে বড়দিনের আগেই তিনি নতুন ব্রেক্সিট পরিকল্পনা পার্লামেন্টে উপস্থাপন করবেন। -বিবিসি সময় নিচ্ছেন আনোয়ার মালয়েশিয়ার অন্যতম রাজনৈতিক নেতা ও পি কে আর পার্টির প্রধান আনোয়ার ইব্রাহিম বলেছেন, তিনি মন্ত্রিসভায় যোগ দিতে ইচ্ছুক নন। সম্প্রতি দেশটির রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ওঠে যে আনোয়ার মন্ত্রিসভায় যোগ দেবেন। এছাড়া প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে তার যে ক্ষমতার হস্তান্তরের সমঝোতা রয়েছে সে বিষয়ে কোন তাড়াহুড়ো না করার জন্য তিনি দলের কর্মী সমর্থকদের আহ্বান জানিয়েছেন। -সিএনবিসি
×