ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অ ন ্য র ক ম

প্রকাশিত: ০৯:১২, ২৬ নভেম্বর ২০১৯

অ ন ্য র ক ম

গরুর জন্য জ্যাকেট! ভারতে গরু পরিচর্যার ধরন দিন দিন পাল্টে যাচ্ছে। উত্তরপ্রদেশের বিজেপি শাসিত অযোধ্যা পৌরসভা শীতের কথা মাথায় রেখে গরুর জন্য পাটের জ্যাকেট কেনার সিদ্ধান্ত নিয়েছে। ওই পৌরসভা এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করেছে। গরুর প্রতিটি জ্যাকেটের দাম ধরা হয়েছে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা। অযোধ্যা নগর কমিশনার নীরজ শুক্লা বলেছেন, আমরা গরুর জন্য জ্যাকেট কেনার সিদ্ধান্ত নিয়েছি। তিন থেকে চারটি পর্যায়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বৈশিংপুর গোশালা থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে। এখানে ৭০০ ষাঁড়সহ মোট প্রায় ১২০০ গবাদিপশু আছে। প্রাথমিকভাবে বাছুরের জন্য ১০০টি জ্যাকেট কেনা হচ্ছে। পরে আরও জ্যাকেট কেনা হবে। পৗরসভা সূত্রে আরও জানা যায়, বাছুরের জন্য যে জ্যাকেট তৈরি হচ্ছে তাতে তিনটি স্তর থাকবে। একেবারে শেষ স্তরে পাটের পরিবর্তে অন্য কোন গরম মোলায়েম কাপড় ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া গরু এবং ষাঁড়ের জন্য তৈরি জ্যাকেটের নক্সাও সম্পূর্ণ আলাদা। ষাঁড়ের জন্য শুধুমাত্র পাটের তৈরি জ্যাকেট হবে। কিন্তু গরুর জ্যাকেটে থাকবে দুটি স্তর। বিজেপি শাসিত অযোধ্যা পৌরসভা কর্তৃপক্ষ বলেছে, গরুর পরিষেবা দেয়া তাদের অন্যতম লক্ষ্য। -ওয়ান ইন্ডিয়া
×