ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সচিব স্পেন্সার বরখাস্ত

প্রকাশিত: ০৯:১২, ২৬ নভেম্বর ২০১৯

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সচিব স্পেন্সার বরখাস্ত

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব রিচার্ড স্পেন্সারকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার। নেভি সিলের সদস এডওয়ার্ড গ্যালাগর অভিযোগ করেছেন স্পেন্সার মৃতদেহের সঙ্গে পোজ দিয়েছিলেন। এ অভিযোগে তিনি অভিযুক্ত হয়েছেন। এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সামরিক কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে। এডওয়ার্ড গ্যালাঘারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পর্যালোচনা করা হতে পারে। তবে রিচার্ড স্পেন্সারকে কেন পদত্যাগ করতে বলা হয়েছে তা নিয়ে নানা রকম বক্তব্য আছে। প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার বলেছেন, তিনি নৌবাহিনীর সেক্রেটারির ওপর আস্থা হারিয়েছেন। কারণ, হোয়াইট হাউসের সঙ্গে তার ব্যক্তিগত কথোপকথন তার সরকারী অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। অভিযোগ আছে, এডওয়ার্ড গ্যালাঘার জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেটের ১৭ বছর বয়সী এক নিরস্ত্র জঙ্গীকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন। এছাড়া ২০১৭ সালে তিনি ইরাকে এর পাশাপাশি দায়িত্ব পালনের সময় এলোপাতাড়ি বেসামরিক লোকজনের ওপর গুলি চালিয়েছেন। তাকে এসব অভিযোগ থেকে খালাস দেয়া হয়েছে। -বিবিসি
×