ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইরাকে একদিনে নিহত ১৩ বিক্ষোভকারী

প্রকাশিত: ০৯:১২, ২৬ নভেম্বর ২০১৯

ইরাকে একদিনে নিহত ১৩ বিক্ষোভকারী

নিরাপত্তা বাহিনীর গুলিতে রবিবার ইরকের দক্ষিণাঞ্চলে ১৩ সরকারবিরোধী বিক্ষোভকারী নিহত হয়েছে। ওই এলাকায় সংঘটিত সংঘাতময় বিক্ষোভের মধ্যে রবিবারের এ ঘটনা ছিল অন্যতম। তেলসমৃদ্ধ ওই এলাকায় বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ হামলা চালালে নিহতের ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ব্যাপক সরকারী দুর্নীতি ও নিম্নমানের সেবার বিরুদ্ধে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং কেন্দ্রের সঙ্গে যান চলাচলকারী প্রধান সড়কগুলো বন্ধ করে দেয়। এপি। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা ও হাসপাতাল কর্মকর্তারা বলেন, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বসরার উম কাসর বন্দরের নিকট ৭ বিক্ষোভকারী নিহত হয়েছে। নিরপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাজা গুলি ও টিয়ার গ্যাস ব্যবহার করে। এর আগে বিক্ষোভকারীরা প্রধান সড়কগুলো অচল করতে বসরার সিটি সেন্টারে টায়ার জালিয়ে অবরোধ সৃষ্টি করে। কর্মকর্তারা জনিয়েছেন, নাসিরিয়া প্রদেশে ৪ বিক্ষোভকারী নিহত হয়েছে এবং নাজাফ ও দিউয়ানিয়া প্রদেশে ১ জন করে বিক্ষোভকরী নিহত হয়েছে। এসব বিক্ষোভে অন্তত ১৫০ বিক্ষোভকারী আহত হয়েছে।
×