ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানে সিইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

প্রকাশিত: ০৯:১০, ২৬ নভেম্বর ২০১৯

পাকিস্তানে সিইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

পাকিস্তানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অবসরপ্রাপ্ত বিচারপতি সরদার মুহাম্মদ রাজার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের শীর্ষ নেতারা। ৬ ডিসেম্বরে অবসরে যাবেন রাজা। তার আগেই তিনি পিটিআইয়ের বৈদেশিক তহবিল সংক্রান্ত মামলার রায় দিয়ে যেতে চান বলেই মনে হচ্ছে। এর প্রেক্ষিতে রবিবার দলটির কেন্দ্রীয় মূল কমিটির বৈঠক বসে। তাতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে পাকিস্তানের তিনটি বড় রাজনৈতিক দল পিটিআই, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) বিরুদ্ধে বৈদেশিক তহবিল সংক্রান্ত মামলা আমলে নেয়ার দাবি জানানো হয়। বলা হয়, শুধু ক্ষমতাসীন দলের বিষয়ে দৃষ্টি দেয়া থেকে বিরত থাকতে হবে। এ খবর দিয়েছে অনলাইন ডন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন এমন এক সূত্র বলেছে, প্রধানমন্ত্রী ইমরান লাহোর সফরে যাবেন এবং সেখানে ধারাবাহিক বৈঠক করবেন। ওই সময়েই পিটিআই শাসিত পাঞ্জাবে শীঘ্রই প্রশাসনিক কিছু রদবদল হবে। পিটিআইয়ের বৈদেশিক তহবিল সংক্রান্ত মামলা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক বিশেষ সহকারী ড. ফিরদৌস আশিক আওয়ান সংবাদ সম্মেলনে বিস্ময় প্রকাশ করে বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার কেন পিটিআইয়ের বিরুদ্ধে মামলা নিয়ে তাড়াহুড়ো লাগিয়েছেন। কেন পিএমএলএন এবং পিপিপির বিরুদ্ধে পিটিআইয়ের একই রকম অভিযোগ আমলে নেয়া হচ্ছে না। পিটিআইয়ের বিরুদ্ধে বৈদেশিক তহবিল সংক্রান্ত মামলা গত ৫ বছর হাতে নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকে কমিশন প্রতিদিন এ বিষয়ে শুনানি করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ মামলার রায় আসতে পারে। কেন এমন জরুরী ভিত্তিতে এই মামলাটিতে সিদ্ধান্ত নিতে হবে এ প্রশ্ন তুলেছেন ড. ফিরদৌস আশিক আওয়ান। সর্বদলীয় বৈঠকের ডাক ॥ পাকিস্তানের বিরোধী দলগুলোকে নিয়ে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের আমির ও মজলিসে মুত্তাহাদা আমলের প্রধান মাওলানা ফজলুর রহমান। ইসলামাবাদে আগামী ২৬ নবেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সদ্য সমাপ্ত আজাদি মার্চের পর্যালোচনা ও ইমরান খানকে অপসারণে জোটবদ্ধভাবে বড় ধরনের কর্মসূচী নিয়ে আলোচনা হতে পারে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি ও মুসলিম লীগের সাধারণ সম্পাদক আহসান ইকবালের সঙ্গে কথা বলেছেন মাওলানা ফজলুর রহমান। ২৮ অক্টোবর ফজলুর রহমানের নেতৃত্বে করাচী থেকে লাখো জনতার বহর নিয়ে ইসলামাবাদ অভিমুখে আজাদি মার্চ করেন ইমরান খানের বিরোধীরা। প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন ইসলামাবাদে অবস্থান করেন তারা। তবে সে আন্দোলন সফল হয়নি।
×