ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিজ দলে চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

প্রকাশিত: ০৯:১০, ২৬ নভেম্বর ২০১৯

নিজ দলে চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ দলে এ সপ্তাহান্তে প্রথম প্রকাশ্য ফাটল দৃশ্যমান হয়েছে। দীর্ঘ সময়ের নেতা নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি অপরাধ মামলায় ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হচ্ছে বলে দেশের এ্যাটর্নি জেনারেল ইঙ্গিত দেয়ার কয়েক দিন পর ফাটল দৃশ্যমান হলো। ওয়াশিংটন পোস্ট। একবছর রাজনৈতিক অনিশ্চয়তার পর এ পরিস্থিতিতে ইসরাইলীদের একবছরের কম সময়ে আবারও একটি নজিরবিহীন তৃতীয় সাধারণ নির্বাচনে ভোট দিতে হতে পারে। লিকুদ দলের মধ্যে নেতানিয়াহুর অত্যন্ত স্পষ্টবাদী চ্যালেঞ্জার গিডিয়ন যার শনিবার এক ইসরাইলী নিউজ শোয়ে বলেছেন, দলের নেতা-নির্বাচন ও ক্ষমতা ধরে রাখার সিদ্ধান্ত গ্রহণে প্রাইমারি অনুষ্ঠানের জন্য এখনি সময়। ৫২ বছর বয়স্ক সাবেক মন্ত্রী যার বলেন, তিনি নিজে এ রাজনৈতিক সঙ্কটের অবসান টানতে পারেন। তিনি নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আগামী তিন সপ্তাহের মধ্যে ভোট অনুষ্ঠানের আহ্বান জানিয়ে দলের কেন্দ্রীয় কমিটির কাছে অনুরোধ করে চিঠি পাঠিয়েছেন। আরও একটি সাধারণ নির্বাচন আহ্বানের আগে অত্যন্ত কষ্টকর একটি সরকার গঠনে দেশের আইন পরিষদ সদস্যদের জন্য এ সময়সীমার উল্লেখ করা হয়। যার চার বছর রাজনীতির বাইরে থাকার পর গত বছর রাজনীতিতে ফিরে আসেন। ১৭ সেপ্টেম্বরের অমীমাংসিত ভোটাভুটির সময় থেকে নেতানিয়াহু ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সামরিক প্রধান বেনি গ্যান্ট্্জ প্রত্যেকেই কোনভাবে জোট সরকার গঠনে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। ইসরাইলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন বুধবার পরবর্তী সরকার গঠনে ইসরাইলের পার্লামেন্ট নেসেটকে ম্যান্ডেট দিয়েছে। কিন্তু লিকুদ ও গ্যান্ট্জের ব্লু এ্যান্ড হোয়াইট প্রধান দাবিগুলোর ওপর মনোভাব পরিবর্তনে অস্বীকৃতি প্রকাশ করলে শেষ সময়ে জোট গঠনের সুযোগ কম দেখা যায়। প্রতিপক্ষ বেনি গ্যান্ট্জ ইসরাইলী সরকার গঠনে ব্যর্থ হলে রাজনৈতিক সঙ্কট আরও ঘনীভূত হয়। যার অপ্রয়োজনীয় তৃতীয় সাধারণ নির্বাচনের জন্য পরিস্থিতির আরও খারাপ অবস্থা রোধে যত শীঘ্র সম্ভব আগাম প্রাইমারি অনুষ্ঠানের আহ্বান জানান।তিনি বলেন, এপ্রিলের নির্বাচন ও সেপ্টেম্বরের নির্বাচনের পর নেতানিয়াহু সরকার গঠনে সফল হননি। তারপরও তিনি আমাদের সবার কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাচ্ছেন এখনও। তৃতীয় নির্বাচন অনুষ্ঠানের দিকেই আমাদের যেতে হচ্ছে। তিনি বলেন, আমি এমন কোন লোক পাইনি যিনি ভাবছেন যে, তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম বা ষষ্ঠ নির্বাচনে প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি সরকার গঠনে সমর্থ হবেন। লিকুদ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রাজনৈতিক বিজ্ঞানী ইমানুয়েল ন্যাভোন যারের উদ্যোগকে এক নিশ্চিত ঝুঁকি বলে উল্লেখ করেন। তিনি বলেন, যার বোঝেন যে, নেতার প্রতি লিকুদের অন্ধ আস্থাপূর্ণ মানসিকতা রয়েছে। কিন্তু বিষয়টা স্পষ্ট, এমন কোন উপায় নেই যে, নেতানিয়াহু আগামী ১৮ দিনের মধ্যে একটি সরকার গঠনে সমর্থ হবেন, বিশেষ করে তার বিরুদ্ধে এখন অভিযোগ রয়েছে।
×