ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সার্ক দাবায় প্রথম দিনে রানী হামিদ-রাজীবের জয়

প্রকাশিত: ০৯:০৮, ২৫ নভেম্বর ২০১৯

 সার্ক দাবায় প্রথম দিনে রানী হামিদ-রাজীবের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সার্ক দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের খেলা সোমবার থেকে পুরানা পল্টনস্থ একটি হোটেলে শুরু হয়েছে। প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুর হোসেন রাজীব নেপালের কৃষ্ণ থাপাকে, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান মুকিতুল ইসলাম রিপনকে, ফিদে মাস্টার আব্দুল মালেক খন্দকার নজরে মাওলকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান মিজানুর রহমানকে, ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস মোঃ হাসানকে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী সারোয়ার কামালকে, উতেন নাফিম আল করীমকে, তাহসিন তাজওয়ার জিয়া অভিজিৎ বড়ুয়াকে, ক্যান্ডিডেট মাস্টার জামাল উদ্দিন বাবলু শেখকে, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ হামিদুল হককে, জাবেদ আল আজাদ শফিকুল ইসলামকে, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় আবুল কাশেম আল শাহিদকে হারিয়ে শুভসূচনা করেন। এছাড়া ভারতের আন্তর্জাতিক মাস্টার প্রান্তিক রায় শ্রীলংকার লামা হেভাকে, ভারতের সংকলন ভারতী বাংলাদেশের আসাদুজ্জামানকে হারান। অন্তু চৌধুরী ভারতের আলখ্য মখোপাধ্যায়ের সাথে ও নাসিম হোসেন ভূঁইয়া ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদের সাথে ও ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ ভারতের সংকলন শাহের সাথে ড্র করেন। মহিলা বিভাগে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ইয়ন সরকারকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার সামিহা শারমীন সিম্মী আনোয়ারা খাতুনকে, মহিলা ফিদেমাস্টার জাকিয়া সুলতানা নাফিসা নুশরাত জাহানকে, শ্রীলংকার ধাহামপ্রিয়া শারমীন খানকে, নুশরাত জাহান আলো ওয়ারসিয়া খুশবুকে, আহমেদ ওয়ালিজা আরিসা হোসেন তুবাকে ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস তাসমিন সুলতানাকে হারান বাংলাদেশ দাবা ফেডারেশনে সভাপতি ও র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক বেনজীর আহমেদ, বিপিএম (বার) এ চ্যাম্পিয়নশিপসের উদ্বোধন করেন।
×