ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্তঃ ইউনিয়ন ফুটবল

প্রকাশিত: ০৯:০৭, ২৫ নভেম্বর ২০১৯

 আন্তঃ ইউনিয়ন ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তৈরির প্রত্যয়ে তথা সিলেটের ফুটবলকে ঢেলে সাজানোর ও সিলেটের ফুটবলের অতীত গৌরবোজ্জ্বল ইতিহাসকে ফিরিয়ে আনার এবং যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষার লক্ষ্যে সিলেট জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের উদ্যোগে সিলেট জেলার ১৩ উপজেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে, সংশ্লিষ্ট উপজেলাসমূহের নিয়ন্ত্রণাধীন ইউনিয়নসমূহের অংশগ্রহণে বাংলাদেশে এই প্রথম আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট শুরুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। টুর্নামেন্টের স্পন্সর হচ্ছে সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান মাহ’। এরই প্রেক্ষিতে মাহা আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-এর উদ্বোধন সোমবার শেখ রাসেল মিনি স্টেডিয়াম, বিশ্বনাথ, সিলেটে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে অলংকারী ইউনিয়ন ৫-৪ গোলে খাজাঞ্চী ইউনিয়নকে হারিয়ে বিজয়ী হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম।
×