ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আলেক্সান্দ্রিয়া বাংলাদেশ ককাসে যোগ দেয়ায় উচ্ছ্বসিত প্রবাসীরা

প্রকাশিত: ১২:৩১, ২৫ নভেম্বর ২০১৯

আলেক্সান্দ্রিয়া বাংলাদেশ  ককাসে যোগ দেয়ায় উচ্ছ্বসিত প্রবাসীরা

জনকণ্ঠ ডেস্ক ॥ মার্কিন কংগ্রেসে কনিষ্ঠতম সদস্য হলেও খেটে খাওয়া মানুষ ও অভিবাসী সমাজের অধিকারের প্রশ্নে আপসহীন ভূমিকা রাখা আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ (৩০) বাংলাদেশ ককাসে যোগ দেয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশীরা। খবর বিডিনিউজের। আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি বাংলাদেশী অধ্যুষিত এলাকা (নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এবং ব্রঙ্কসের পার্কচেষ্টার) থেকে ২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১৪ থেকে। রাজনীতিতে ‘উদীয়মান তারকা’ খেতাবে ভূষিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির অন্যতম শীর্ষস্থানীয় নেতা কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলিকে ধরাশায়ী করার পরই। ক্রাউলি ছিলেন কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের কো- চেয়ার। তিনি কংগ্রেস থেকে বিদায় নেয়ার পর শূন্য এ আসনে কে অধিষ্ঠিত হবেন সেই জল্পনা-কল্পনা এখনও অব্যাহত রয়েছে। তবে এরইমধ্যে গত সপ্তাহে আলেক্সান্দ্র্রিয়ার যোগ দেয়ার সংবাদে বাংলাদেশী-আমেরিকানরা উৎফুল্ল। নির্বাচনী এলাকার প্রতিটি মানুষকে যেভাবে আপন করে নিয়েছেন, একইচেতনায় বাংলাদেশের স্বার্থেও তিনি নিরলসভাবে কাজ করবেন-এ প্রত্যাশা সকলের। তার কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট অফিসের উপ-পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশী তরুণী নওরীন আকতার। প্রবাসের কর্মচঞ্চল তরুণ-তরুণীদের একটি গ্রুপ অনেক আগে থেকেই আলেক্সান্দ্রিয়ার পক্ষে মাঠে রয়েছেন। সামনের বছরের নবেম্বরের পুনর্নির্বাচনেও তারা জোটবদ্ধ হয়ে আলেক্সান্দ্রিয়ার পক্ষে মাঠে থাকার সঙ্কল্প ব্যক্ত করেছেন।
×