ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন পরশ-নিখিল

প্রকাশিত: ১২:১৮, ২৫ নভেম্বর ২০১৯

প্রধানমন্ত্রীকে ফুল  দিয়ে শুভেচ্ছা  জানালেন  পরশ-নিখিল

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন আওয়ামী যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। রবিবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যুবলীগের উত্তর ও দক্ষিণের নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। এ সময় প্রধানমন্ত্রী যুবলীগকে শক্তিশালী করে গড়ে তুলতে নতুন কমিটির দুই শীর্ষ নেতার সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। শনিবার যুবলীগের সপ্তম ত্রি-বার্ষিক কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শহীদ শেখ ফজলুল হক মনির বড় ছেলে অধ্যাপক শেখ পরশ। তার নেতৃত্বে যুবলীগের অন্যান্য নেতা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার দোয়া কামনা করেন। নবনির্বাচিত যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ছাড়াও এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুবলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ সংগঠনটির উত্তর ও দক্ষিণ শাখার নেতারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাসভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান যুবলীগের নবনির্বাচিত নেতারা। পরে বনানী কবরস্থানে পঁচাত্তরের ১৫ আগস্টে নিহতদের স্মরণে ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির স্মরণে বিশেষ দোয়ায় অংশ নেন তারা।
×