ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খালেদাকে মুক্তি না দিলে গণআন্দোলনে সরকার উৎখাত ॥ ফখরুল

প্রকাশিত: ১০:৪৩, ২৫ নভেম্বর ২০১৯

 খালেদাকে মুক্তি না  দিলে গণআন্দোলনে  সরকার উৎখাত ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে রাজপথে গণআন্দোলনের মাধ্যমে সরকার উৎখাত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বিকেলে নয়াপল্টন দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন। ফখরুল বলেন, সভা-সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু যখনই বিএনপি রাজপথে সমাবেশ করতে চায় তখনই বাধা দেয়া হয়। সমাবেশ করার জন্য বহু আগে অনুমতি চেয়ে চিঠি দিয়েছি কিন্তু আজকের সমাবেশের অনুমতি দেয়া হয়েছে সকাল ১০টায়। তাই আগামীতে বিএনপি অনুমতি ছাড়াই সমাবেশ করবে। যখন প্রয়োজন হবে তখনই আমরা সমাবেশ করব। আমরা রাজপথে নামব। তিনি বলেন, এ সরকার আমাদের গণতন্ত্র ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। আন্দোলনের মাধ্যমেই আমরা এ সরকারের পতন ঘটাব। তাই আর কোন স্লোগান নয়, স্লোগান হবে একটাই- এই সরকার নিপাত যাক। ফখরুল বলেন, একটিমাত্র উদ্দেশ্য নিয়ে আমরা সমাবেশস্থলে উপস্থিত হয়েছি। দেশের ১৬ কোটি মানুষের আশা আকাক্সক্ষার প্রতীক বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা সবাই সমবেত হয়েছি। তিনি বলেন, কোন বিভক্তি নয় সবাই এক হয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করতে হবে।
×