ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

তিন রাজাকারের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল আজ

প্রকাশিত: ১০:১৫, ২৫ নভেম্বর ২০১৯

তিন রাজাকারের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল আজ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঝিনাইদহ জেলা সদরের তিন রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তিন রাজাকারের মধ্যে দুইজন কারাগারে আটক রয়েছে। আরেক জন পলাতক রয়েছে। আজ সোমবার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয়া হবে। এটি তদন্ত সংস্থার ৭৫তম প্রতিবেদন। এর আগে আরও ৭৪টি প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা। রবিবার ধানমন্ডিস্থ তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদন চূড়ান্তের কথা জানায় সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান ও জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক। অভিযুক্তি তিনি রাজাকার হলেন মোঃ আব্দুর রশিদ মিয়া (৬৬) ও মোঃ সাহেব আলী মালিথা (৬৮)। অন্যজন পলাতক, তার নাম উল্লেখ করা হয়নি। আসামিদের মধ্যে দু’জন গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে।
×