ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে সহজেই হারাল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৯:৪৫, ২৫ নভেম্বর ২০১৯

  পাকিস্তানকে সহজেই হারাল অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে টি২০ সিরিজ জয়ের পর টেস্টেও দারুণ শুরু করল অস্ট্রেলিয়া। ব্রিসবেন টেস্টে চারদিনেই সফরকারী পাকিস্তানকে ইনিংস ও ৫ রানে হারাল টিম পেইনের দল। প্রথম ইনিংসে প্রতিপক্ষের ২৪০-এর জবাবে ৫৮০ রান করে অসিরা। ৩৪০ রানে পিছিয়ে থেকে রবিবার দ্বিতীয় ইনিংসে ৩৩৫ রানে অলআউট হয় পাকিস্তান। সেঞ্চুরি হাঁকিয়েছেন বাবর আজম (১০৪), সেঞ্চুরির কাছাকাছি গিয়েও দলের বড় হার এড়াতে পারেননি মোহাম্মদ রিজওয়ান (৯৫)। দাপুটে জয়ে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ১৮৫ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলে ম্যাচসেরা মার্নাস লাবুশানে। পাকিস্তান অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ টেস্ট ম্যাচ জিতেছিল ২৪ বছর আগে, সেই ১৯৯৫ সালে। আর ১৯৫৬ থেকে কখনই সিরিজ জেতা হয়নি। গ্যাবায় বড় হারে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিদের এবারও সিরিজ জয়ের আশা শেষ হয়ে গেল। শুক্রবার এ্যাডিলেডে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে এখন সিরিজ ড্র করতে পারে কি না সেটিই দেখার অপেক্ষা। ৩ উইকেটে ৬৪ রান নিয়ে চতুর্থদিনের খেলা শুরু করা পাকিস্তান প্রথম ঘণ্টাতেই খায় বড় ধাক্কা। ব্যক্তিগত ৪২ রানে প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আগেরদিন অপরাজিত থাকা ওপেনার শান মাসুদ। পরের ওভারে জশ হ্যাজলউড ফিরিয়ে দেন ইফতিখার আহমেদকে। দলীয় ৯৪ রানেই ৫ উইকেট হারায় পাকিস্তান। বিপর্যয় সামাল দেন বাবর ও রিজওয়ান। দু’জন মিলে ষষ্ঠ উইকেটে যোগ করেন ১৩২ রান। কামিন্সের বলে চার মেরে সেঞ্চুরিতে পৌঁছান বাবর। বিদেশের মাটিতে তার প্রথম সেঞ্চুরি। ১০৪ রানে নাথান লেয়নের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। তার ১৭৩ বলের ইনিংসে ছিল ১৩টি চার। সপ্তম উইকেটে ইয়াসিরকে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন রিজওয়ান। ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু মাত্র পাঁচ রান দূরে দাঁড়িয়ে হ্যাজলউডের বলে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন। তার ইনিংসে চার ছিল ১০টি। শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে এরপর দলকে আরও খানিকটা টানেন ইয়াসির। তবে সেই প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। নতুন বল হাতে পেয়েই বিধ্বংসী হয়ে ওঠেন অস্ট্রেলিয়ান পেসাররা। নিজের টানা দুই ওভারে ৪২ রান করা ইয়াসির ও ১০ রান করা আফ্রিদিকে ফেরান হ্যাজলউড। ইমরান খানকে তুলে নিয়ে পাকিস্তানকে গুটিয়ে দেন মিচেল স্টার্ক। স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস- ২৪০/১০ (৮৬.২ ওভার; মাসুদ ২৭, আজহার ৩৯, হারিস ১, শফিক ৭৬, বাবর ১, ইফতিখার ৭, রিজওয়ান ৩৭, ইয়াসির ২৬, শাহিন শাহ ০, নাসিম ৭, ইমরান ৫*; স্টার্ক ৪/৫২, হ্যাজলউড ২/৪৬, কামিন্স ৩/৬০) ও দ্বিতীয় ইনিংস- ৩৩৫/১০ (৮৪.২ ওভার; মাসুদ ৪২, আজহার ৫, হারিস ৮, আসাদ ০, বাবর ১০৪, ইফতিখার ০, রিজওয়ান ৯৫, ইয়াসির ৪২, শাহিন শাহ ১০, ইমরান ৫, নাসিম ০*; স্টার্ক ৩/৭৩, কামিন্স ২/৬৯, হ্যাজলউড ৪/৬৩, লেয়ন ১/৭৪)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস- ৫৮০/১০ (১৫৭.৪ ওভার; ওয়ার্নার ১৫৪, বার্নস ৯৭, লাবুশানে ১৮৫, স্মিথ ৪, ওয়েড ৬০, হেড ২৪, পেইন ১৩, কামিন্স ৭, স্টার্ক ৫, লেয়ন ১৩*, হ্যাজলউড ৫; শাহিন শাহ ২/৯৬, ইমরান ১/৭৩, নাসিম ১/৬৮, ইয়াসির ৪/২০৫, হারিস ২/৭)। ফল ॥ অস্ট্রেলিয়া ইনিংস ও ৫ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মার্নাস লাবুশানে (অস্ট্রেলিয়া)। সিরিজ ॥ দুই টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে।
×