ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বিশ্ব মেরিটাইম সেক্টরে গুরুত্বপূর্ণ স্থান করে নেবে বিএসসি’

প্রকাশিত: ০৯:৩৯, ২৫ নভেম্বর ২০১৯

 ‘বিশ্ব মেরিটাইম  সেক্টরে গুরুত্বপূর্ণ  স্থান করে নেবে  বিএসসি’

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে চীন থেকে কেনা ৬টি জাহাজ ইতোমধ্যেই যুক্ত হয়েছে। যুক্ত হবে আরও ১০টি জাহাজ। বিএসসি শুধু বাংলাদেশেই নয়, আগামীদিনে বিশ্ব মেরিটাইম সেক্টরে গুরুত্বপূর্ণ স্থান তৈরি করে নেবে। রবিবার সকালে চট্টগ্রামে বিএসসির ৪২তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। পতেঙ্গার বোট ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও বক্তব্য রাখেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর সুমন মাহমুদ সাব্বির। বিএসসির সচিব খালেদ মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংস্থাটির দায়িত্বশীল উচ্চপদস্থ কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা। নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীন দেশের পতাকাবাহী বিএসসি গড়ে তুলেছিলেন। যুদ্ধবিধ্বস্ত এদেশে চট্টগ্রাম বন্দরও তখন নিরাপদ ছিল না। বঙ্গবন্ধুর আহ্বানে এগিয়ে আসে বন্ধুপ্রতীম রাষ্ট্র রাশিয়া। চট্টগ্রাম বন্দরে মাইন অপসারণের সময় মারা যান রাশিয়ার বিশেষজ্ঞরা। জাতির জনক নিহত হওয়ার পর বিএসসিকে মৃতপ্রায় প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিএসসি তার মূল লক্ষ্যে ফিরে এসেছে। তিনি চীন থেকে সংগ্রহ করেছেন ৬টি জাহাজ। রাষ্ট্রায়াত্ত এ সংস্থাকে আরও সমৃদ্ধ করতে ১০টি নতুন জাহাজ যুক্ত করার প্রক্রিয়া চলছে। ডেনমার্ক ও চীনের সঙ্গে এ ব্যাপারে কথাবার্তা চলছে। জাহাজগুলো পাইপলাইনে রয়েছে, যা যুক্ত হলে বিএসসির সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণ প্রসঙ্গে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে সচেষ্ট রয়েছে সরকার। বে-টার্মিনাল প্রতিষ্ঠার প্রক্রিয়া চলমান রয়েছে। দেশে আরও বন্দর প্রয়োজন। সে জন্য চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নের পাশাপাশি পায়রা বন্দর হয়েছে। ১৩৬০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র চালু হচ্ছে। কয়লা আমদানির বিষয়টি বিবেচনায় নিয়ে মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর হচ্ছে। জ্বালানি তেল ও কয়লার পাশাপাশি বিএসসির জাহাজে এলএনজিও (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) পরিবহনের পরিকল্পনাও রয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে রুগ্ন সংস্থা থেকে লাভজনক করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ২০১৮-১৯ অর্থবছরে আয় হয়েছে ২২২ কোটি ৯৮ লাখ টাকা। ব্যয় হয়েছে ১৭৫ কোটি টাকা। সরকার বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করছে। এ সংস্থার বিশে^র বড় বড় শিপিং লাইনগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে। এর জন্য দক্ষ জনবল সৃষ্টি করতে হবে।
×