ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় দুর্বৃত্তদের পেট্রোলে ঝলসে গেল কৃষকের দেহ

প্রকাশিত: ০৯:৩৭, ২৫ নভেম্বর ২০১৯

  সাতক্ষীরায় দুর্বৃত্তদের পেট্রোলে ঝলসে গেল কৃষকের দেহ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় সুলতান দালাল (৫০) নামে এক কৃষকের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। মারাত্মক আহত কৃষককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছেন। শনিবার রাতে কলারোয়া উপজেলার নাথুপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত সুলতান দালাল কলারোয়া উপজেলার নাথুপুর গ্রামের শহর আলী দালালের ছেলে। আহত সুলতান দালাল জানান, তিনি মাদ্রা বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে থাকা দুইজন দুর্বৃত্ত পেছনদিক থেকে এসে তার গতিরোধ করে। একজন তার মুখে টর্চ লাইটের আলো ধরে ও অপরজন তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তিনি যন্ত্রনায় মাটিতে লুটিয়ে পড়েন। তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। এতে তার মুখ, হাত ও চোখসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। কলারোয়া থানার এস.আই রাজ কিশোর পাল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনাটি ঘটতে পারে। সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম জানান, সুলতানের মুখ ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তার একটি চোখ অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির-উল-গিয়াস জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।
×