ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে রেস্তরাঁকে জরিমানা

প্রকাশিত: ০৯:৩৬, ২৫ নভেম্বর ২০১৯

 রাজধানীতে রেস্তরাঁকে জরিমানা

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শান্তুনু চৌধুরীর নেতৃত্বে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের হটলাইন ৩৩৩ নম্বরে অভিযোগের ভিত্তিতে ২১ নবেম্বর ঢাকা মহানগরীর গ্রীন রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে মুক্তি ব্লাড ব্যাংকের গলিতে এপিক ভবনের উল্টা দিকে সিআইসি ফুডস/তাকওয়া ফুডস/জান্নাত ক্যাটারিং নামে কোন দোকান বা প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়নি। ৩৩৩ নম্বরে আরেকটি অভিযোগের ভিত্তিতে গ্রীন রোডে নূর বিরিয়ানি হাউসে খাদ্য প্রস্তুত করতে দেখা যায়নি। শুধু খাদ্য (বিরিয়ানি) বিক্রয় করতে দেখা যায়। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ছিল, শুধু কিছু পচা শসা পাওয়া যায়। এ বিষয়ে ম্যানেজারকে সতর্ক করা হয়। মোহাম্মদপুর শিয়া মসজিদ মোড় এলাকায় ‘অন ফায়ার’ রেস্তরাঁয় অভিযান কালে পচা দুর্গন্ধযুক্ত ডিম রান্না করা ডিমের সঙ্গে গরুর মাংসের রক্তের পাত্র এবং খোসা ছাড়ানো শসার ওপর মুরগির মাংস কাটতে দেখা যায়। এছাড়া তারা লাইসেন্স প্রদর্শন করতে পারেননি। এসব অপরাধে রেস্টুরেন্টকে এক লাখ টাকা অর্থদন্ড করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে সহায়তা করেছেন মিজানুর রহমান সিকদার, নিরাপদ খাদ্য পরিদর্শক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং সঙ্গীয় ব্যাটালিয়ন আনসার ফোর্সের সদস্যবৃন্দ। -বিজ্ঞপ্তি
×