ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সদরঘাট টু পতেঙ্গা ওয়াটার বাস চালু হচ্ছে

প্রকাশিত: ০৯:৩৪, ২৫ নভেম্বর ২০১৯

  সদরঘাট টু পতেঙ্গা  ওয়াটার বাস  চালু হচ্ছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শহর থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছতে দীর্ঘ সময়ের অবসান ঘটাতে শুরু হচ্ছে ওয়াটার বাস সার্ভিস। নগরীর সদরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত পৌঁছতে সময় নেবে মাত্র ২০ মিনিট। আর এ জন্য জনপ্রতি যাত্রীর ভাড়া নির্ধারিত হয়েছে ৪০০ টাকা। আগামী বৃহস্পতিবার এ সার্ভিসের উদ্বোধন করা হতে পারে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে এমন সার্ভিস চালু হচ্ছে। তবে একটি বেসরকারী প্রতিষ্ঠানকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। এসএস ট্রেডিং নামের ওই সংস্থাটি প্রাথমিকভাবে ২টি ওয়াটার বাস এ সার্ভিসে যুক্ত করছে। দৈনিক এ ওয়াটার বাস ১১ দফায় যাতায়াত করবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে এ সার্ভিস। বিশেষ করে বিমানযাত্রীদের সড়ক পথে যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা পরিস্থিতির অবসান ঘটাতে ওয়াটার বাস সার্ভিস কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে, ভাড়া নিয়ে। জনপ্রতি ৪০০ টাকা ভাড়া অতিরিক্ত বলে ইতোমধ্যে সমালোচনা করেছেন অনেকেই। দ্রুততম সময়ে সদরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত পৌঁছে দেয়ার বিপরীতে ওয়াটার বাস কর্তৃপক্ষ জনপ্রতি যে ভাড়া নির্ধারণ করেছে তা গলকাটা হবে বলে ইতোমধ্যে নগরবাসীর আলোচনায় এসেছে। উল্লেখ করা যেতে পারে, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আভ্যন্তরীণসহ ভারত ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ফ্লাইট চলাচল করে থাকে। বাংলাদেশ বিমানের বিভিন্ন ফ্লাইটও এর সঙ্গে যুক্ত রয়েছে। বর্তমানে আগ্রাবাদের বারিক বিল্ডিং থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের কর্মসূচী গ্রহণ করার পর যানজট অসহনীয় পর্যায় পৌঁছে গেছে। চট্টগ্রাম বন্দরের টার্মিনালসমূহের সংশ্লিষ্ট এ সড়কে পণ্যবাহী ট্রাক, লরিসহ বিভিন্ন প্রকার যানবাহন সকাল থেকে রাত অবধি চলাচল করে থাকে। এসব যানবাহন চলাচলের সঙ্গে যুক্ত থাকে দেশের বৃহত্তম সিইপিজেডের কর্মকর্তা কর্মচারীদের বহনকারী বাস, মাইক্রোবাস, মিনিবাস ও প্রাইভেট কার। এছাড়া এ সড়কে রয়েছে দেশের বৃহত্তম নেভাল বেসও। আরও রয়েছে পতেঙ্গা অয়েল বেল্ট। সঙ্গত কারণে এ সড়কটি অতি প্রয়োজনীয় এবং সকাল থেকে গভীর রাত অবধি যানবাহনযুক্ত। ফলে এ সড়কে যানজট নিত্যদিনের ব্যাপার। এ অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন বিমানের যাত্রীরা। এ অসহনীয় পরিবেশ থেকে বিমান যাত্রীদের সেবাদানে ওয়াটার বাস সার্ভিস। দুটি বাসের প্রতিটিতে ২৫টি করে আসন রয়েছে। ইতোমধ্যে কয়েকদফা এ ওয়াটার বাসের টায়াল কাজও সম্পন্ন হয়েছে।
×