ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুবিধাবঞ্চিত মানুষদের দোরগোড়ায় সেবা দিচ্ছে ব্যাংক এশিয়া

প্রকাশিত: ০৯:৩২, ২৫ নভেম্বর ২০১৯

  সুবিধাবঞ্চিত মানুষদের দোরগোড়ায় সেবা দিচ্ছে ব্যাংক এশিয়া

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের বেসরকারী খাতের ব্যাংক এশিয়া যাত্রা শুরু করে ১৯৯৯ সালের ২৭ নবেম্বর। কর্পোরেট ব্যাংকিংয়ের মাধ্যমে যাত্রা শুরু হলেও এজেন্ট ব্যাংকিংসহ নতুন নতুন সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছেছে ব্যাংক এশিয়া। গ্রামাঞ্চলের দারিদ্র্য মানুষদেরও সেবা দেয়া হচ্ছে। ব্যাংকটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যাংকটির প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ আরফান আলী। রবিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যাংক এশিয়া বর্তমানে ১২৮টি শাখা, ৫টি ইসলামিক উইন্ডো, ৩৩০০ এর বেশি এজেন্ট আউটলেটের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সকল প্রকার ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে। এছাড়াও ব্রোকারেজ হাউসের ৮টি শাখা এবং দেশের বাইরে লন্ডন ও আমেরিকায় ব্যাংকের দুটি এক্সচেঞ্জ হাউস রয়েছে। ২০১৪ সালে ব্যাংক এশিয়ার হাত ধরেই এ দেশে প্রথম এজেন্ট ব্যাংকিং যাত্রা শুরু করে, যার মাধ্যমে দেশের প্রত্যন্ত, দুর্গম জনপদের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে যাচ্ছে। এর ফলে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোঃ আরফান আলী বলেন, ব্যাংক এশিয়া ২০ বছরের পথচলায় ব্যাংকিং সেবায় নতুন নতুন মাত্রা যোগ করে চলেছে। কৃষি ও এসএমই ঋণ সহজীকরণ, সরকারের সামাজিক সুরক্ষা প্রদান দ্রুতকরণ, ইসলামিক ব্যাংকিং সেবায় আইএসআর (ইনকাম শেয়ারিং রেশিও) মডেল প্রবর্তন, পেয়োনিয়ার পেমেন্ট গেটওয়ে সার্ভিস চালু, এজেন্ট ব্যাংকিং প্রবর্তন প্রভৃতির মাধ্যমে ব্যাংকিং সেবার নব নব দ্বার উন্মোচিত হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ডিএমডি মোহাম্মদ বোরহান উদ্দিন, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, হেড অব কর্পোরেট এ্যান্ড লার্জ লোন শাফিউজ্জামান, হেড অব এক্সপোর্ট ফাইন্যান্স এস. এম. ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
×