ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকারী দামে ধান বিক্রি করতে পারছেন না উত্তরের কৃষকরা

প্রকাশিত: ০৯:৩১, ২৫ নভেম্বর ২০১৯

 সরকারী দামে ধান বিক্রি করতে  পারছেন না উত্তরের কৃষকরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারের বেঁধে দেয়া ২৬ টাকা কেজি দরে ধান বিক্রি করতে পারছেন না উত্তরের কৃষকরা। হাটে বিক্রি হচ্ছে মণপ্রতি গড়ে সাড়ে সাতশ’ টাকায়। অর্থাৎ কেজিতে তারা ১৮ টাকার বেশি পাচ্ছেন না। ব্যবসায়ীরা বলছেন, সরকারের নীতির কারণেই বেশি দামে ধান কিনতে ভয় পাচ্ছেন তারা। তবে ন্যায্য দাম নিশ্চিতে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী। কৃষকের ঘরে উঠছে আমন ধান তাই ব্যস্ততা বেড়েছে হাটবাজারেও। কৃষকরা বলছেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি ধানের দাম। সরকারী ঘোষণা অনুসারে প্রতিমণ ধান ১ হাজার ৪০ টাকায় বিক্রির কথা থাকলেও, বিক্রি হচ্ছে সর্বোচ্চ সাড়ে সাতশ’ টাকায়। কৃষকরা বলছেন, পাইকার বা আড়তদার যে দাম মনে করে কৃষকদের সেই দামেই বিক্রি করতে হবে। এ বাজারমূল্যে বিক্রি করলে ১৫-১৬ টাকা কেজি কৃষক পাচ্ছে। যার ফলে প্রতি কেজিতে কৃষকের ৪-৫ টাকা ক্ষতি হচ্ছে। যদিও এরই মধ্যে কৃষিকার্ডের তালিকা চূড়ান্ত করার কথা বলছে কৃষি বিভাগ। কিন্তু কৃষকরা অভিযোগ করেন, আমাদের কার্ড জমা নিয়ে যারা প্রতাপশালী তাদের কাছ থেকেই ধান নেয়। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সুব্রত কুমার সরকার বলেন, প্রকৃত কৃষক নির্বাচন করে সেই নির্বাচিত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের কার্যক্রম চলমান থাকবে।
×