ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উড়োজাহাজে আনার পরও কমছে না পেঁয়াজের দাম

প্রকাশিত: ০৯:৩০, ২৫ নভেম্বর ২০১৯

 উড়োজাহাজে আনার পরও কমছে না পেঁয়াজের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ উড়োজাহাজে উড়িয়ে আনার পরও কমছেই না পেঁয়াজের আগুন দাম। আর তাইতো রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় চলছে কেজিপ্রতি ৪৫ টাকা দরে টিসিবির পেঁয়াজ বিক্রি। শুধু নিম্নবিত্তরাই নন, চক্ষু লজ্জা ভুলে আসছেন মধ্যবিত্তরাও। রাজশাহীর ৫ পয়েন্টে রবিবার সকাল দশটা থেকে শুরু হয় পেঁয়াজ বিক্রি। রংপুরেও প্রেসক্লাব, ডিসির মোড়সহ ৫ পয়েন্টে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। বিক্রি চলছে খুলনাতেও। বাজার মূল্যের চেয়ে কমদামে পেঁয়াজ পাওয়ায় ক্রেতাদের উপচেপড়া ভিড় রয়েছে। তবে স্থানীয় বাজারগুলোতে বেশি দামেই কিনতে হচ্ছে পেঁয়াজ। পঞ্চগড়ে ২৬০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে পেঁয়াজ। তবে রংপুরে খুচরা বাজারে ২২০ থেকে ৪০ টাকা, খুলনায় ২২০ টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি কমেছে রাজশাহীতে। খুচরা পর্যায়ে কেজিপ্রতি দাম ১৩০ থেকে ৪০ টাকা।
×