ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সামিট পাওয়ারের ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ০৯:২৫, ২৫ নভেম্বর ২০১৯

 সামিট পাওয়ারের ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

সামিট পাওয়ারের ২২তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। সামিট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। সভায় আজিজ খান বলেন, টানা দুই বছর ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনের পর এই বছর ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করতে পেরে আমরা সন্তুষ্ট। তিনি আরও বলেন, এই বছর সামিটের বিদ্যুত কেন্দ্রের সর্বোত্তম রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার জন্য সামিট পাওয়ার, ফিনল্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ার্টসিলাকে, বাংলাদেশের বিদ্যুত ও জ্বালানি খাতে উৎপাদন ক্ষমতা সাপেক্ষে এ যাবতকালের সর্ববৃহত সেবাপ্রযুক্তি (মেগাওয়াট উৎপাদনের দিক থেকে) প্রদান করেছে। সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মোঃ লতিফ খান, আঞ্জুমান আজিজ খান, জাফর উম্মিদ খান, ফয়সাল করিম খান, আজিজা আজিজ খান, সৈয়দ ফজলুল হক, এফসিএ, হেলাল উদ্দীন আহমেদ, আরিফ আল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ফারুক আহমেদ সিদ্দিকী এবং ব্যবস্থাপনা পরিচালক লে. জে. (অবঃ) প্রকৌশলী আবদুল ওয়াদুদ।
×