ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাবিপ্রবির ছাত্র শিশির হত্যার রহস্য উন্মোচন দাবি

প্রকাশিত: ০৯:২১, ২৫ নভেম্বর ২০১৯

 হাবিপ্রবির ছাত্র শিশির হত্যার রহস্য  উন্মোচন  দাবি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’র শিক্ষার্থী শিহাবুল ইসলাম খন্দকার শিশির হত্যার রহস্য উন্মোচন ও সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় তারা রাস্তার মাঝখানে সমাবেশ করে। এতে করে দিনাজপুর-ঢাকা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধনে হাবিপ্রবি ছাত্রলীগ, ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ, সেঁজুতি সাংস্কৃতিক ঐক্য, সমকাল সুহৃদ সমাবেশসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থী শিশির হত্যা একটি ঠান্ডা মাথায় হত্যাকান্ড এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান তারা। এ সময় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম শান্তি, ইশতিয়াক আহমেদ সাগর, শাহ পরান, আব্দুল হাকিম, আলমীর হোসেন আকাশ, জাহিদ সিহাব, বিন ইয়ামিন সুফি, রাশেদুল ইসলাম রাহাত প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শিশির হত্যার রহস্য উন্মোচনের দায় রাষ্ট্র কখনও এড়াতে পারে না। তার মৃত্যুর রহস্য রাষ্ট্রকেই উন্মোচন করতে হবে এবং দ্রুত অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। মানববন্ধন শেষে দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয় এবং কুরিয়ার সার্ভিস যোগে ময়মনসিংহের পুলিশ সুপার বরাবরে খোলা চিঠিও পাঠানো হয়।
×