ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে সালিশে হামলা ॥ নিহত এক, আহত ১৫

প্রকাশিত: ০৯:২০, ২৫ নভেম্বর ২০১৯

 শাহজাদপুরে সালিশে হামলা ॥ নিহত  এক, আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২৪ নবেম্বর ॥ শাহজাদপুর উপজেলার বৃ-আঙ্গারু গ্রামে পূর্ব শত্রুতার জেরধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। নিহত আব্দুল আওয়াল (৪০) বৃ-আঙ্গারু ভাইমারার সোলায়মান হোসেনের ছেলে। এদিকে এ ঘটনায় গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বৃদ্ধ আবু তালেবের অবস্থা আশঙ্কাজনক। সালিশে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা সংক্রান্ত সহ বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে বৃ-আঙ্গারু এলাকার রউফ গ্রুপ ও ফজর আলী গংদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। হঠাৎ গত ১৮ নবেম্বর ফজর আলী গ্রুপের পক্ষের জমির প্রামাণিককে চোরাই মোটরসাইকেলসহ পুলিশ আটক করে কারাগারে প্রেরণ করে। তারা ভাবে এ কাজটি রউফ করেছে। এ নিয়ে উতপ্ত পরিস্থিতি নিরসনে এলাকায় রবিবার সকালে সালিশ চলাকালে রউফের লোকজনের ওপর লাঠিসোটা-ফলা নিয়ে ফজর আলীর লোকজন হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রউফয়ের পক্ষের আব্দুল আওয়াল ফালা বিদ্ধ হয়ে মারা যায় এবং উভয়পক্ষের আরও ১৫ জন আহত হয়।
×