ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চার তরুণী উদ্ধার॥ ছয় পাচারকারী গ্রেফতার

প্রকাশিত: ০৯:১৯, ২৫ নভেম্বর ২০১৯

 চার তরুণী উদ্ধার॥  ছয় পাচারকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ ও ঢাকার খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। এ সময় ৪ তরুণীকে পাচারের উদ্দেশে একত্রিত করার সময় উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃতদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৭০টি পাসপোর্ট, ২শ’টি পাসপোর্টের ফটোকপি, ৫০টি বিমানের টিকেট, ৫০টি ভিসার ফটোকপি, ১ লাখ ৫৮ হাজার টাকা, ১টি সিপিইউ, ১টি মনিটর ও ১টি বিলাসবহুল মাইক্রোবাস। শনিবার রাতে রূপগঞ্জের তারাব মোড়ের শাহ চন্দপুরী রেস্টুরেন্ট ও ঢাকার খিলগাঁয়ের গোড়ান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে রবিবার বেলা আড়াইটায় র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক (ভারপ্রাপ্ত সিও) স্কোয়াড্রন লিডার মোঃ রেজাউল হক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১’র প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন- র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউর রহমান। গ্রেফতারকৃরা হলো- ময়মনসিংহের ধুপাউড়ার অনিক হোসেন, নোয়াখালীর চাটখিলের মনির হোসেন ওরফে সোহাগ, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আক্তার হোসেন, চাঁদপুরের কচুয়ার আফতাউল ইসলাম ওরফে পারভেজ, কুমিল্লার চান্দিনার আঃ হান্নান ও মাদারীপুরের সদর থানার আকাশ। এদের মধ্যে ৫ জনকে রূপগঞ্জ ও আকাশকে ঢাকার খিলগাঁয়ের গোড়ান থেকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১১ জানায়ন, গ্রেফতারকৃত আসামিরা একটি সংবদ্ধ আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ১৫ থেকে ২৫ বয়সী সুন্দরী তরুণীদের উচ্চ বেতনে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করে থাকে।
×